ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ছাত্র-শিক্ষক ও পেশাজীবী সংগ্রাম পরিষদের মতবিনিময় সভায়

‘আন্দোলনে দক্ষিণাঞ্চলকে আচল করে দেওয়ার হুঁশিয়ারি’

সেপ্টেম্বর ১০ ২০২৫, ২১:৪৮

বরিশাল  ॥  পেশাগত অধিকার, কর্মসংস্থান ও শিক্ষার মানোন্নয়নে সাত দফা দাবি আদায়ের বিষয়ে কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে বরিশালেও ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ছাত্র-শিক্ষক ও পেশাজীবী সংগ্রাম পরিষদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১০ সেপ্টেম্বর) বিকেলে বরিশাল পলিটেকনিক ইনস্টিটিউটের সভাকক্ষে ছাত্র-শিক্ষক নেতৃবৃন্দের সাথে দাবি বাস্তবায়নের জন্য কি করনীয় সেই বিষয় নিয়ে মতবিনিময় ও আলোচনা সভা করেন বাংলাদেশ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ছাত্র শিক্ষক পেশাজীবী সংগ্রাম পরিষদ বরিশাল জেলা শাখার নেতৃবৃন্দ।

ছাত্র-শিক্ষক সংগ্রাম পরিষদ বরিশাল জেলা শাখার আহ্বায়ক প্রকৌশলী মোঃ মাহফুজুর আলম মিঠু’র সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বরিশাল পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ প্রকৌশলী মোঃ রকিব উল্লাহ। এছাড়াও সভায় বিশেষ অতিথি ছিলেন প্রকৌশলী মোঃ শাহীন মিয়া ও প্রকৌশলী মোঃ আমির আজম। অনুষ্ঠান সঞ্চালনা করেন বরিশাল আইডিইবির দপ্তর সম্পাদক ও বরিশাল জেলা ছাত্র-শিক্ষক-পেশাজীবী সংগ্রাম পরিষদের সদস্য প্রকৌশলী মোঃ শহিদুল ইসলাম।

এছাড়াও আলোচনা সভায় বরিশাল পলিটেকনিক ইনস্টিটিউটের সকল বিভাগের ভিাগীয় প্রধান ও শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। এসময় বক্তারা বলেন, উপ-সহকারী প্রকৌশলীদের সহকারী প্রকৌশলী পদে পদোন্নতির হার ৩৩ শতাংশ থেকে বাড়িয়ে ৫০ শতাংশ করতে হবে।

পাশাপাশি প্রকৌশল সংস্থার প্রশাসনিক পদে প্রশাসন ক্যাডার থেকে নিয়োগ দেওয়ার দাবি করেন তারা। মেধার অপচয় রোধে প্রকৌশলীদের কারিগরি ক্যাডার ছাড়া অন্য ক্যাডারে নিয়োগ ও পেশা পরিবর্তন কঠোরভাবে নিয়ন্ত্রণের দাবিও জানানো হয়। ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং শিক্ষার মানোন্নয়নে কারিকুলাম ইংরেজিতে প্রণয়ন, শিক্ষক-শিক্ষার্থীর অনুপাত ১:১২ নিশ্চিত, ল্যাব-ওয়ার্কশপ আধুনিকায়ন, কাঁচামালের সরবরাহ বাড়ানো এবং ভোকেশনাল শিক্ষায় ট্রেড ইন্সট্রাক্টরকে সহকারী প্রধান শিক্ষক হিসেবে নিয়োগ দেওয়ার দাবি জানানো হয়েছে।

বেসরকারি পলিটেকনিক ও ভোকেশনাল শিক্ষার্থীদের জন্য সরকারি প্রতিষ্ঠানের মতো ইন্ডাস্ট্রিয়াল এটাচমেন্টে কাঁচামাল, ভাতা ও প্রশিক্ষক ভাতা দেওয়ার আহ্বান জানানো হয়। বক্তরা আরো বলেন, অন্তর্বর্তীকালীন সরকার যদি ছাত্র-শিক্ষক-পেশাজীবী সংগ্রাম পরিষদ এবং ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং শিক্ষার্থীদের সাত দফা দাবি বাস্তবায়ন না করে তাহলে আমরা দক্ষিণাঞ্চল সহ পুরো দেশ কঠোর আন্দোনের মাধ্যমে আচল করে দিবো।

উক্ত আলোচনা সভায় আরো উপস্থিত ছিলেন বরিশাল পলিটেকনিক ইনস্টিটিউটের উপাধ্যক্ষ প্রকৌশলী শামসুন্নাহার, প্রকৌশলী মীর মঞ্জুর মোর্শেদ, চিফ ইনস্ট্রাক্টর (ইলেকট্রনিক্স) প্রকৌশলী গাজী সাইফুল ইসলাম, চিফ ইনস্ট্রাক্টর (কম্পিউটার) প্রকৌশলী শাকিল আল মাসুম, চিফ ইনস্ট্রাক্টর (পাওয়ার) প্রকৌশলী আব্দুল্লাহ আল মামুন, গণপূর্ত অধিদফতরের প্রকৌশলী মোঃ জাকারিয়া, পানি উন্নয়ন বোর্ড’র প্রকৌশলী মোঃ মাহমুদুল কবির, সড়ক ও জনপথ বিভাগে প্রকৌশলী মোহাম্মদ আল-আমিন, গণপূর্ত অধিদফতরের প্রকৌশলী বিধান চন্দ্র মজুমদার, টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের প্রকৌশলী মোহাম্মদ নাঈম হোসেন, ভোকেশনাল শিক্ষক ঐক্য পরিষদের সভাপতি প্রকৌশলী মোঃ শওকত হোসেন, ছাত্র প্রতিনিধির মুখ্য সমন্বয়ক মোঃ আইয়ুব নবী, কলেজ ছাত্রদল সভাপতি জুবায়ের সহ শাহাদাত হোসেন জিম, শফিকুল ইসলাম আলিফ, পায়েল, নুসরাত ও জাহিদুল ইসলাম প্রমূখ।

সংবাদটি শেয়ার করুন....

আমাদের ফেসবুক পাতা

আজকের আবহাওয়া

পুরাতন সংবাদ খুঁজুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০

এক্সক্লুসিভ আরও