কুয়াকাটায় ধরা পড়ল বিরল ‘গিনি অ্যাঞ্জেলফিশ’
সেপ্টেম্বর ০৯ ২০২৫, ১৯:৩৫
পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরে জেলের জালে ধরা পড়েছে বিরল প্রজাতির রঙিন মাছ গিনি অ্যাঞ্জেলফিশ, যা আফ্রিকান অ্যাঞ্জেলফিশ নামেও পরিচিত। এর বৈজ্ঞানিক নাম Holacanthus africanus
গত সোমবার (৮ সেপ্টেম্বর) ‘এফবি মায়ের দোয়া’ নামের একটি ফিশিং ট্রলারে অন্যান্য মাছের সঙ্গে ধরা পড়ে মাছটি। জেলে আ. জলিল মাঝি জানান, মাছটির দৈর্ঘ্য প্রায় ১৪ ইঞ্চি। গায়ের গাঢ় সোনালী রঙের ওপর হলুদ দাগ এবং মুখে হালকা হলুদ-সোনালি নকশা থাকায় এটি বেশ আকর্ষণীয়।
মাছটি আলীপুর মৎস্য বন্দরে নিয়ে আসা হলে জেলেদের মধ্যে ব্যাপক কৌতূহল সৃষ্টি হয়। স্থানীয় মৎস্য ব্যবসায়ী জামাল বলেন, ‘এমন মাছ জীবনে দেখিনি। অবিকল অ্যাকুরিয়ামের মাছের মতো। বাসায় ছবি দেখানোর জন্য তুলেছি।’
বারবিকিউ ব্যবসায়ী সেলিম জানান, ‘মাছটি প্রথমে বাসায় নিয়ে যাই। তবে খাওয়া যায় কিনা জানি না।’
উপকূল পরিবেশ রক্ষা আন্দোলনের যুগ্ম আহ্বায়ক আবুল হোসেন রাজু বলেন, ‘এই মাছ সাধারণত উষ্ণমণ্ডলীয় প্রবালপ্রধান এলাকায় থাকে। বঙ্গোপসাগরের কাদামাটি ও বালুময় এলাকায় এমন মাছ ধরা পড়া অস্বাভাবিক। জলবায়ু পরিবর্তন ও সমুদ্র স্রোতের তারতম্যের কারণে অনেক প্রজাতি নতুন এলাকায় বিস্তার করছে।’
কলাপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা বলেন, ‘গিনি অ্যাঞ্জেলফিশ অত্যন্ত বিরল প্রজাতি। সাধারণত গভীর সমুদ্রে থাকে। এবার অন্যান্য মাছের সঙ্গে জেলেদের জালে উঠে এসেছে। এতে জেলেদের জন্য বাড়তি অর্থনৈতিক সুযোগ তৈরি হবে।’








































