নগরীর শাহ পরান সড়কে রহস্যজনক ভাবে যুবকের লাশ উদ্ধার
সেপ্টেম্বর ০৮ ২০২৫, ২২:২৩
আমার বরিশাল ডেস্ক ॥ বরিশাল নগরীর শাহ পরান সড়কে একটি ভবন থেকে এক যুবকের রহস্যজনক লাশ উদ্ধার করেছে পুলিশ। স্থানীয় সূত্রে জানা যায়, রাতে ভবনের ভেতরে লাশটি পড়ে থাকতে দেখে এলাকাবাসী পুলিশকে খবর দেয়।
পরে পুলিশ ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। এ ঘটনায় স্থানীয়দের মাঝে আতঙ্ক বিরাজ করছে।
প্রাথমিকভাবে মৃত্যুর কারণ জানা না গেলেও বরিশাল এয়ারর্পোট থানার অফিসার ইনর্চাজ ও ঘটনাস্থলে আসা পুলিশ বলছে, বিষয়টি রহস্যজনক হওয়ায় তদন্ত শুরু হয়েছে। ঘটনার বিস্তারিত জানার জন্য তদন্ত চলছে।








































