কলাপাড়ায় অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, জরিমানা ও কারাদণ্ড

আগস্ট ২৩ ২০২৫, ১৭:১৯

 কলাপাড়া প্রতিনিধি : পটুয়াখালীর কলাপাড়ায় অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। শনিবার (২৩ আগস্ট) দুপুরে উপজেলার ধানখালী ইউনিয়নের পাচজুনিয়া ২ নং ওয়ার্ডের কলেজ বাজার সংলগ্ন চম্পাপুর ও ধানখালীর মধ্যবর্তী খালে এ অভিযান চালানো হয়।
অভিযানে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে এক ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড এবং অনাদায়ে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। এ সময় বালু উত্তোলনে ব্যবহৃত পাইপও বিনষ্ট করা হয়।
অভিযান পরিচালনা করেন কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইয়াসীন সাদেক।
তিনি জানান, বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর ৪ ও ১৫ ধারায় মোবাইল কোর্ট পরিচালনা করে এই দণ্ড প্রদান করা হয়। েতিনি আরও বলেন, প্রাকৃতিক পরিবেশ রক্ষা ও জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
সংবাদটি শেয়ার করুন....

আমাদের ফেসবুক পাতা

আজকের আবহাওয়া

পুরাতন সংবাদ খুঁজুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০

এক্সক্লুসিভ আরও