দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ছাত্রদল নেতার পদ স্থগিত

আগস্ট ১০ ২০২৫, ১৯:২০

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল মহিপুর থানার ডালবুগঞ্জ ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক রুহুল আমিন রেজভীর সকল দলীয় পদ স্থগিত করা হয়েছে। রোববার (১০ আগস্ট) মহিপুর থানা ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক মো. শাহিন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি জানানো হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, দলীয় শৃঙ্খলা পরিপন্থি কর্মকাণ্ডে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগের ভিত্তিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়। থানা ছাত্রদলের আহ্বায়ক মো. তানজিল আলম ও সদস্য সচিব মো. রেজাউল ইসলাম রেজা এ স্থগিতাদেশ অনুমোদন করেন।

অভিযোগের বিষয়ে রুহুল আমিন রেজভী বলেন, ‘আমার বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে, তা সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। এটি একটি রাজনৈতিক ষড়যন্ত্র। আমি সবসময় দল ও নেতৃবৃন্দের নির্দেশনা মেনে সংগঠনের হয়ে কাজ করেছি।

সত্য উদঘাটনে নিরপেক্ষ তদন্ত হওয়া প্রয়োজন।’ এ বিষয়ে আহ্বায়ক তানজিল আলম বলেন, ‘তার বিরুদ্ধে সংগঠন পরিপন্থি একাধিক অভিযোগ রয়েছে। যার সুস্পষ্ট প্রমাণও পাওয়া গেছে। এর প্রেক্ষিতে দলীয় শৃঙ্খলা রক্ষার স্বার্থে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।’

সংবাদটি শেয়ার করুন....

আমাদের ফেসবুক পাতা

আজকের আবহাওয়া

পুরাতন সংবাদ খুঁজুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০

এক্সক্লুসিভ আরও