জাবির হল ছাত্রদলের যুগ্ম-সম্পাদক হলেন ছাত্রলীগ কর্মী

আগস্ট ০৯ ২০২৫, ১২:৪৪

নিজস্ব প্রতিবেদকঃ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) থেকে ছিনতাইয়ের অভিযোগে বহিষ্কৃত ছাত্রলীগ কর্মী ২১নং হল ছাত্রদলের সিনিয়র যুগ্ম সম্পাদকের পদ পেয়েছেন। গতকাল শুক্রবার বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল জাবি শাখার আহ্বায়ক জহির উদ্দিন মুহাম্মদ বাবর ও সদস্য সচিব ওয়াসিম আহমেদ অনিক স্বাক্ষরিত ২১ নং হল ছাত্রদলের হল কমিটিতে এ নাম দেওয়া হয়।

সিনিয়র যুগ্ম সম্পাদক পদধারী সবেক এ ছাত্রলীগ কর্মীর নাম ইমরান নাজিজ। তিনি বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান ও উপাত্ত বিজ্ঞান বিভাগের ৫১ ব্যাচের ছাত্র। উল্লেখ্য, গত বছরের ৪ জুলাই বিশ্ববিদ্যালয়ের তৎকালীন উপাচার্য অধ্যাপক নূরুল আলমের সভাপতিত্বে এক সিন্ডিকেট সভায় ছিনতাইয়ে জড়িত থাকার অপরাধে তাকে ৯ মাসের জন্য বহিষ্কার করা হয়।

এর আগে একই বছরের ২০ মার্চ বিশ্ববিদ্যালয়ে ঘুরতে আসা ৪ বহিরাগত শিক্ষার্থীকে আটকে রেখে তাদের কাছ থেকে ২০ হাজার টাকা দাবি করে অভিযুক্ত নাজিজ। এরপর তাদের কাছ থেকে ১০ হাজার টাকা ও তাদের কাছে থাকা ক্যামেরা ছিনিয়ে নেন অভিযুক্ত নাজিজ। এ সময় তিনি ছাত্রলীগের একজন সক্রিয় কর্মী ছিলেন। এছাড়া নাজিজের বিরুদ্ধে র্যাগিং ও গেস্টরুমে টর্চারের অভিযোগও রয়েছে।

ছাত্রদলের কমিটিতে ছিনতাইয়ের অভিযোগে বহিষ্কৃত এ ছাত্রলীগের পদ পাওয়ার বিষয়ে জিজ্ঞেস করলে ছাত্রদলের জাবি শাখার সদস্য সচিব ওয়াসিম আহমেদ অনিক বলেন, ‘আমরা বিষয়টি নিয়ে অবগত ছিলাম না। তবে এ ধরনের অভিযোগের প্রমাণ কারও বিরুদ্ধে পাওয়া গেলে তার বিরুদ্ধে সাংগঠনিক সিদ্ধান্ত নেওয়া হবে।’

আহ্বায়ক জহির উদ্দিন মোহাম্মদ বাবর বলেন, ‘ইতোমধ্যে আমরা বিষয়টি নিয়ে অবগত হয়েছি। আমরা প্রমাণ সংগ্রহ করছি। তদন্ত করে কারও বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হলে তার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।’ উল্লেখ্য, এর আগে জাবি ছাত্রদলের আহ্বায়ক ও সদস্য সচিব স্বাক্ষরিত আলাদা আলাদা বিজ্ঞপ্তিতে মেয়েদের ৬টি হল ও ছেলেদের ১১ টি হলের কমিটি প্রকাশ করা হয়।

সংবাদটি শেয়ার করুন....

আমাদের ফেসবুক পাতা

আজকের আবহাওয়া

পুরাতন সংবাদ খুঁজুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০

এক্সক্লুসিভ আরও