এবারের নির্বাচনে জামায়াতের নেতাকর্মীদের ভোটকেন্দ্রে অতন্দ্র প্রহরায় থাকতে হবে- মুয়াযযম হোসাইন
আগস্ট ০২ ২০২৫, ২০:১৮
নিজস্ব প্রতিবেদক।। বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট মুয়াযযম হোসাইন হেলাল বলেছেন- এবারের নির্বাচনে জামায়াতের নেতাকর্মীদের ভোটকেন্দ্রে অতন্দ্র প্রহরায় থাকতে হবে, কোন অপশক্তি যেন জনগণের ভোটাধিকার নিয়ে ছিনিমিনি করতে না পারে সেজন্য আমাদেরকেও সচেতন থাকতে হবে।
০২ আগস্ট শনিবার সকালে পটুয়াখালী ৩ সংসদীয় আসনের কেন্দ্র ভিত্তিক প্রতিনিধি সম্মেলন প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
গলাচিপা উপজেলা জামায়াতের আমির মো. জাকির হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পটুয়াখালী ৩ (দশমিনা- গলাচিপা) সংসদীয় আসনের জামায়াত মনোনীত প্রার্থী অধ্যাপক মো: শাহ আলম, পুটুয়াখালী সংসদীয় আসনের জামায়াত মনোনীত প্রার্থী এ্যাডভোকেট নাজমুল আহসান ও বরিশাল মহানগরী জামায়াতের নায়েবে আমীর প্রফেসর মাহমুদ হোসেন দুলালসহ পটুয়াখালী, গলাচিপা ও দশমিনা জামায়াতে নেতৃবৃন্দ।








































