আগৈলঝাড়ায় টিসিবি’র পণ্যে মধ্যে পচা চাল দেওয়ার অভিযোগ !

জুলাই ২৫ ২০২৫, ০০:০০

বরিশাল: বরিশালের আগৈলঝাড়ায় টিসিবি’র কার্ডে পোকায় ধরা ও পচা চাল দেওয়ার অভিযোগ উঠেছে ডিলারের বিরুদ্ধে। এঘটনায় টিসিবি’র কার্ডধারীরা পচা চাল না নিয়ে ক্ষোভ প্রকাশ করেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার বাগধা ইউনিয়নের ৯টি ওয়ার্ডের ১৮৮৩ জন কার্ডধারী মধ্যে ১০ কেজি চাল, দুই কেজি মুশুরী ডাল, দুই কেজি সয়াবিন তৈল, এক কেজি চিনি ন্যায্যমুল্যে ৭শত টাকায় বিতরণ শুরু করা হয়। বুধবার বিকেলে ওই ইউনিয়নের ৬টি ওয়ার্ডের ১২৪০ জন কার্ডধারীদের মধ্যে ডাল, চিনি, সয়াবানি তৈলের সাথে নিম্মমাণের পোকায় ধরা, পচা চাল বিতরণ করা হয়।
এই পোকায় ধরা, পচা চাল কার্ডধারীরা বাড়ি নেওয়ার পর বস্তা খুলে দেখে কার্ডধারীদের জানালে উপস্থিত কার্ডধারীদের মধ্যে ক্ষোভ দেখা দেয়। এসময় ৫নং ওয়ার্ডের ফারুক সরদার, কাওছার সরদার, মনির সরদার, ৪নং ওয়ার্ডের রহিম ভাট্রি, প্রকাশ অধিকারী, ১নং ওয়ার্ডের জালাল মোল্লাসহ ৬শত ৭০জন কার্ডধারীরা টিসিবি’র পন্য না নিয়ে বুধবার সন্ধ্যায় খালি হাতে বাড়ি চলে যায়।
টিসিবি’র কার্ডধারীদের মাঝে চাল দেওয়ার জন্য ১১০ বস্তা চাল নসিমনে করে ইউনিয়ন পরিষদের সামনে নেওয়ার পরে চালের বস্তায় উৎপাদনের মেয়াদ ২০১৫ সাল ও মেয়াদউত্তর্ীন তারিখ ২০১৯ সাল লেখা দেখে বিক্ষুব্ধ কার্ডধারীরা একটি বস্তা খুলে পোকায় ধরা, পচা চাল দেখতে পেয়ে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমিনুল ইসলাম বাবুল ভাট্রি ও ইউনিয়ন পরিষদ’র সচিব গোলাম মাওলাকে জানান। তারা তখন নসিমনে থাকা ১১০ বস্তা চাল আগৈলঝাড়া খাদ্যগুদামে ফেরত পাঠান। টিসিবি’র ডিলার অজ্ঞাত কারনে ওই চাল গতকাল বৃহস্পতিবার সকালেও ইউপি চেয়ারম্যান ও সচিবকে না জানিয়ে কার্ডধারীদের মাঝে বিতরণ করেন।
এব্যাপারে বাগধা ইউনিয়নের চাত্রিশিরা গ্রামের কালাম সরদারের ছেলে টিসিবি’র কার্ডধারী ফারুক সরদার জানান, চাল আনতে গিয়ে দেখি চাল পচা ও পোকায় ধরা, যার কারনে টিসিবি’র নিত্যপন্য না নিয়ে বাড়ি চলে আছি।
ওই ইউনিয়নের ট্যাগ অফিসার ও উপজেলা আইসিটি কর্মকতার্ আমিনুল ইসলাম বলেন, ওই চাল নিতে যারা আপত্তি করবেন তারা শুধুমাত্র অন্যান্য পন্য নিতে পারবেন।
উপজেলা খাদ্য পরিদর্শক মো.নাছির উদ্দিন সাংবাদিকদের বলেন, বুধবার বিকেলে খাদ্যগুদাম থেকে বের হওয়া ১১০ বস্তা চাল খাদ্যগুদামে ফেরত আসেনি।
বাগধা ইউনিয়নের টিসিবি’র ডিলার জনতা এন্টার প্রাইজের প্রোপাইটার ইমরান মল্লিক সাংবাদিকদের জানান, চালের কোন ক্রটি হলে ওই দায়-দায়িত্ব আমার না, উপজেলা খাদ্য গুদামের কর্মকতার্র।
এব্যাপারে বাগধা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমিনুল ইসলাম বাবুল ভাট্রি বলেন, ১১০ বস্তা নিম্মমানের পোকায় ধরা, পচা চাল ইউনিয়ন পরিষদ থেকে বুধবার সন্ধ্যায় উপজেলার খাদ্যগুদামে ফেরত পাঠানো হয়েছে। ওই চাল আজ বৃহস্পতিবার সকালেও কিভাবে  বিতরণ করা হয়েছে তা আমি জানা নেই।
এব্যাপারে উপজেলা নিবার্হী কর্মকর্তা লিখন বনিক সাংবাদিকদের বলেন, টিসিবি’র পন্যে নিম্মমানের পোকায় ধরা ও পচা চাল কিভাবে আসলো আমি জেনে প্রয়োজনী ব্যবস্থা নেব।
সংবাদটি শেয়ার করুন....

আমাদের ফেসবুক পাতা

আজকের আবহাওয়া

পুরাতন সংবাদ খুঁজুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০

এক্সক্লুসিভ আরও