মাদরাসা বোর্ডে পাসের হার কমেছে ১১ শতাংশ

নভেম্বর ২৮ ২০২২, ১৬:০৪

মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। এবার মাদরাসা শিক্ষা বোর্ডের অধীনে দাখিল পরীক্ষায় পাসের হার ৮২ দশমিক ২২। গতবার পাশের হার ছিল ৯৩ দশমিক ২২ শতাংশ।

সোমবার প্রধানমন্ত্রীর কার্যালয়ের চামেলী হলে ফলের অনুলিপি এবং পরিসংখ্যান প্রতিবেদন প্রধানমন্ত্রীর হাতে তুলে দেন শিক্ষামন্ত্রী দীপু মনি। এরপর দুপুরে আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশ করা হয়।

প্রকাশিত ফলাফলে দেখা গেছে,  মাদরাসা বোর্ডে জিপিএ-৫ পেয়েছে ১৫ হাজার ৪৫৭ জন। তাদের মধ্যে ছেলে ছাত্র ৭ হাজার ১৮৪ জন ও ছাত্রী ৮ হাজার ২৭৩ জন। 

এ বছর মাদরাসা বোর্ড থেকে ২ লাখ ৬০ হাজার ১৩২ জন পরীক্ষায় অংশ নেয়। তাদের মধ্যে ২ লাখ ১৩ হাজার ৮৮৩ জন পরীক্ষায় পাস করেছে।

সংবাদটি শেয়ার করুন....

আমাদের ফেসবুক পাতা

আজকের আবহাওয়া

পুরাতন সংবাদ খুঁজুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০

এক্সক্লুসিভ আরও