বরিশাল বোর্ডে কমেছে জিপিএ-৫ ও পাসের হার

নভেম্বর ২৮ ২০২২, ১৪:৪৩

নিজস্ব প্রতিবেদক: ২০২২ সালের এসএসসি পরীক্ষার ফলাফলে বরিশাল শিক্ষা বোর্ডে পাসের হার ৮৯ দশমিক ৬১ শতাংশ। এর মধ্যে জিপিএ-৫ পেয়েছেন ১০ হাজার ৬৮ জন শিক্ষার্থী। তবে এই এক বছরে পাসের হার কমেছে দশমিক ৫৮ শতাংশ। এছাড়া জিপিএ-৫ ক‌মে‌ছে ১৫১টি। গত বছর (২০২১ সালে) বরিশাল বোর্ডে পাসের হার ছিল ৯০.১৯ শতাংশ।

সোমবার (২৮ ন‌ভেম্বর) দুপুর দেড়টায় এসএসসির ফলাফল ঘোষণা করেন পরীক্ষা নিয়ন্ত্রক অরুন কুমার গাইন। তিনি জানান, পরীক্ষায় অংশ নেওয়া মোট ৯৪ হাজার ৮৭১ জন শিক্ষার্থীর মধ্যে ছাত্র ছিল ৪৫ হাজার ৯৭১ জন এবং ছাত্রী ছিল ৪৮ হাজার ৯০০ জন। পাস করেছে ৮৫ হাজার ১৪ জন, যার মধ্যে ছাত্র ৪০ হাজার ৪৩৫ জন এবং ছাত্রী ৪৪ হাজার ৫৭৯ জন।

তিনি আরও বলেন, পরিসংখ্যান পর্যেলোচনা করে দেখা যায়, বরিশাল বিভাগে এগিয়ে আছে মেয়েরা এবং পা‌সের হারে এগিয়ে রয়েছে ভোলা।

সংবাদটি শেয়ার করুন....

আমাদের ফেসবুক পাতা

আজকের আবহাওয়া

পুরাতন সংবাদ খুঁজুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০

এক্সক্লুসিভ আরও