বরিশাল বোর্ডে এবার পাসের হার ৮৯.৬১ শতাংশ

নভেম্বর ২৮ ২০২২, ১৩:২৪

নিজস্ব প্রতিবেদক: চলতি এসএসসি পরীক্ষায় বরিশাল বোর্ডে ৮৯ দশমিক ৬১ শতাংশ শিক্ষার্থী পাস করেছে।  গতবার এই পাসের হার ছিল ৯০ দশমিক ১৯ শতাংশ। গতবার জিপিএ-৫ পেয়েছিলেন ১০ হাজার ২১৯ জন পরীক্ষার্থী। বরিশাল বোর্ডে পাসের হার কমেছে।

জানা গেছে, চলতি বছর বরিশাল বোর্ড থেকে এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছিলেন ৯৫ হাজার ৯৭৬ জন শিক্ষার্থী।

সোমবার বেলা সাড়ে ১১টা অনুষ্ঠানিকভাবে এসএসসি ও সমমান পরীক্ষার ফল অনুষ্ঠানিকভাবে প্রকাশ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। চামেলী হলে ফলাফলের অনুলিপি এবং পরিসংখ্যান প্রতিবেদন প্রধানমন্ত্রীর হাতে তুলে দেন শিক্ষামন্ত্রী দীপু মনি। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল।

প্রথমে প্রধানমন্ত্রীর কাছে ফলাফলের সার্বিক পরিসংখ্যান তুলে দেন শিক্ষামন্ত্রী দীপু মনি। পরে বিভিন্ন বোর্ডের চেয়ারম্যানরা স্ব স্ব বিভাগের ফলাফলের পরিসংখ্যান প্রধানমন্ত্রীর হাতে তুলে দেন।

সংবাদটি শেয়ার করুন....

আমাদের ফেসবুক পাতা

আজকের আবহাওয়া

পুরাতন সংবাদ খুঁজুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০

এক্সক্লুসিভ আরও