রাজধানীতে জুলাই পদযাত্রার গাড়িতে ককটেল হামলা
জুলাই ০৩ ২০২৫, ২০:৩৩

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: রাজধানীর বাংলামোটরে এনসিপির জুলাই পদযাত্রার গাড়িতে ককটেল হামলার ঘটনা ঘটেছে। বুধবার (২ জুলাই) রাতে দলটির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এ হামলা হয়েছে। এর আগেও একই স্থানে পরপর দুদিন ককটেল বিস্ফোরণ ঘটে।
এ হামলার মাধ্যমে জনমনে আতঙ্ক সৃষ্টির চেষ্টা করছে দুর্বৃত্তরা। ওই ঘটনাগুলোর মধ্যে একবার এনসিপি’র সদস্য সচিব আখতার হোসেনকে লক্ষ্য করে ককটেল হামলা চালানো হয়, যেখানে দলটির ৪ নেতাকর্মী আহত হয়েছিলেন। এই হামলার প্রতিবাদে রাত সাড়ে ১২টায় বিক্ষোভ মিছিলের আহ্বান করেছে এনসিপি।