উপার্জনের পথ পেল অসহায় তিন নারী ও যুবক
জুলাই ০২ ২০২৫, ২০:৩১

আরিফ হোসেন ॥ মানুষের বাসায় কাজ করতে গিয়ে নির্যাতনের শিকার হাওয়া দুই নারী ও মাদকাসক্ত হয়ে মানসিক ভারসাম্যহীন হারানো পথে যাওয়া যুবককে সুস্থ করে উপার্জনের পথ দেখালো সেচ্ছাসেবী “ইভেন্ট ৮৪” নামে একটি সংগঠন। শুধু তাদেরই নয় ইতি মধ্যে সংগঠনটি বেকার হয়ে পড়া আসহায় নারী-পুরুষদের উপার্জনের পথ দেখানো সহ সহযোগীর ধারাবাহিকতা চালু রাখায় ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছেন নগরবাসীর মাঝে।
সেচ্ছাসেবী সংগঠন ‘‘ইভেন্ট ৮৪” কার্যক্রম দেখে প্রসাংশা করে বরিশালের জেলা প্রশাসক মোহম্মাদ দেলোয়ার হোসেন জানিয়েছেন আসহায় মানুষের পাশে জেলা প্রশাসন সব সময় ছিলেন এবং ভবিষৎতেও তাদের পাশে থাকবেন।
বরিশাল নগরীর অসহায় নারী ও পুরুষ-যুবকদের আত্মনির্ভরশীল করতে অর্থ সহায়তা, সেলাই মেশিন ও ব্যবসার উপকরণ বিতরণ কার্যক্রমের ধারাবাহিকতা হিসেবে বুধবার ( ২ জুলাই) বরিশাল জেলা প্রশাসনের কার্যালয়ে ইভেন্ট ৮৪ এর উদ্দ্যোগে সহায়তা প্রদান করেন জেলা প্রশাসক দেলোয়ার হোসেন।
এসময় উপস্থিত ছিলেন ইভেন্ট ৮৪ এর আহ্বায়ক ও বরিশাল জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক সাজ্জা পারভেজ। জানাগেছে, সাবিনা ও শাম্মি নামে এই দুই নারী মানুষের বাসায় গৃহকর্মীর কাজ করে সংসার চালাতেন করতেন। আর গৃহকমীর কাজ করতে গিয়ে হতেন মালিকদের হাতে বিভিন্ন সময় নির্যাতনের শিকার। অন্যদিকে মাদকাসক্ত হয়ে মানসিক ভারসাম্যহীন হারানো পথে গিয়েছিলেন বরিশাল জেলার উজিরপুরের যুবক সোবাহান (ছদ্মনাম) নাম।
পরে সেখান থেকে যুবকটিকে নিয়ে এসে একটি বেসরকারি মাদক নিরাময়কেন্দ্রে রেখে সুস্থ করে ব্যবসা করার জন্য সহায়তা করে দেওয়া হয় যুবককে। যুবকটির পাশাপাশি দুই নারীকেও চা-কফি বিক্রির উপকরণসহ পূজি তুলে দেওয়া হয় তাদের হাতে। এখন তারা বরিশালের নারী কপি বিক্রেতা।
সহযোগীতা পেয়ে তারা তাদের ভাগ্য পরির্বতন করার মিশনের নেমেছেন। আসহায় দুই নির্যাতিত দুই নারী বলেন, সেচ্ছাসেবী সংগঠন “ইভেন্ট ৮৪” এর সহযোগীতার মাধ্যমে আমরা নিজেরা উপার্জনের অর্থ দিয়ে স্বাবলম্বী হতে চাই। অন্ধকার পথ থেকে বেড়িয়ে আসা যুবক বলেন, আমি এক সময় নেশাগ্রস্থ ছিলাম সেখান থেকে আমাকে নিয়ে এসে আলো পথ দেখিয়েছেন “ইভেন্ট ৮৪”।
আমাকে ব্যবসা করার জন্য সহযোগতিাও করেছেন তারা। তাই আমি এখন নিজের ভাগ্য নিজেই পরির্বতন করতে চাই। সবাই আমার জন্য দোয়া করবেন। সচেতন নারীরা জানিয়েছেন, মেয়েরা এখন আর পিছিয়ে নেই। কফি বিক্রি এটা একটি উদ্যোক্তা তৈরি হওয়া পথ। সেচ্ছাসেবী সংগঠন “ইভেন্ট ৮৪” তারা অসহায় মানুষের পাশে দাড়িয়ে সহযোগীতা করে যাচ্ছে।
ইভেন্ট ৮৪ এর আহ্বায়ক ও বরিশাল জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক সাজ্জাদ পারভেজ বলেন, সমাজে অনেক নারী ও গৃহকর্মীরা নির্যাতনের হচ্ছে এবং অসহায় অনেক মানুষ রয়েছে যারা অর্থের কারনে বেকার হয়ে অপরাধমূল কাজে জড়াচ্ছেন। তাই ইভেন্ট ৮৪ গ্রুপটি তাদের পাশে থেকে তাদের সহযোগীতা করার চেষ্টা করে চালিয়ে যাচ্ছে। আমাদের মত আপনারাও যে যেখান থেকে পারেন অসহায় মানুষকে সহযোগীতা করুন।
বরিশাল জেলা প্রশাসক মোহম্মাদ দেলোয়ার হোসেন বলেন, মানবিক সহানুভূতির জায়গা থেকে সবাইকে বেড়িয়ে এসে অসহায় মানুষের পাশে দাড়াতে হবে। যেন তারা সমাজে অবহেলিত হয়ে না থাকে। যেটা ইভেন্ট ৮৪ নামে সংগঠন করে যাচ্ছে। তাই তাদের আমি ধন্যবাদ জানাই। বরিশালে জেলা প্রশাসনের পাশাপাশি ইভেন্ট ৮৪ নামে সংগঠনটি শতাধিক অসহায় ব্যাক্তির কর্মস্থান তৈরি করেছেন।
আগামীতেও যেন তাদের মাধ্যমে আসহায় মানুষ গুলো সহযোগীতা পায় এমনটাই প্রত্যাশা সকলের। অন্যদিকে ঢাকা-বরিশাল মহাসড়কে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় একটি পা হারানো সাগরের পাশে দাঁড়িয়েছেন বরিশালের জেলা প্রশাসক মোঃ দেলোয়ার হোসেন। মানবিক সহানুভূতির জায়গা থেকে জেলা প্রশাসক সাগরের চিকিৎসার জন্য সরকারি তহবিল থেকে তাৎক্ষণিকভাবে ১০ হাজার টাকা সহায়তা প্রদান করেন।
সাগরের মা মরিয়ম বেগম জানান, “হাসপাতালে থাকতে যেটুকু সহায়তা মিলেছে, এখন বাড়িতে ফিরেই বুঝতে পারছি প্রতিটি পদক্ষেপে খরচের বোঝা। আমাদের পক্ষে এই ব্যয় সামলানো খুব কষ্টকর।” সাগরের পরিস্থিতি তুলে ধরে একটি চিকিৎসা সহায়তার আবেদন করা হয়।
ওই আবেদনের সূত্র ধরে বরিশাল সমাজসেবা অধিদপ্তরের প্রবেশন কর্মকর্তা মোঃ সাজ্জাদ পারভেজ বিষয়টি জেলা প্রশাসকের নজরে আনেন। জেলা প্রশাসক তৎক্ষণাৎ সাগরের পরিবারের সঙ্গে যোগাযোগ করেন এবং আর্থিক সহায়তা প্রদান করেন। ৮৪ ইভেন্ট গ্রুপের পক্ষ থেকে আরও একজনকে সেলাই মেশিন ও তিনজনকে কফি বিক্রির সরঞ্জাম বিতরণ করা হয়।