কুয়াকাটায় পানিতে ডুবে শিশুর মৃত্যু
জুন ২৯ ২০২৫, ১৯:০৩
নিজস্ব প্রতিবেদক, বরিশাল: পটুয়াখালীর মহিপুরে মাহিয়া (৫) নামে এক শিশুর পানিতে পড়ে মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত মাহিয়া মহিপুর থানার লতাচাপলী ইউনিয়নের তাহেরপুর গ্রামের বাসিন্দা জসিম হাওলাদারের মেয়ে। রবিবার (২৯ জুন) বিকেলে মাহিয়া তার মায়ের সঙ্গে পাশ্ববর্তী মাইটভাঙ্গা গ্রামের এক আত্মীয়ের বাড়িতে বেড়াতে যায়। সেখানে খেলতে গিয়ে অসাবধানতাবশত পুকুরে পড়ে মারা যায়।
পরবর্তীতে স্থানীয়রা শিশুটিকে উদ্ধার করে কুয়াকাটা ২০ শয্যাবিশিষ্ট হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত কমিউনিটি মেডিকেল অফিসার মোঃ রিয়াজ হোসেন সিজির মাধ্যমে পরীক্ষা-নিরীক্ষা করে শিশুটিকে মৃত ঘোষণা করেন। মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম বলেন, বিষয়টি আমার জানা নেই। খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।








































