ডেঙ্গুর প্রভাবে অস্থির আমতলী, আক্রান্তের সংখ্যা বাড়ছে

জুন ২৭ ২০২৫, ০০:০৩

ডেস্ক প্রতিবেদক: বরগুনার আমতলী উপজেলায় ডেঙ্গুর ভয়াবহতা হঠাৎ করেই বাড়তে শুরু করেছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে ৬ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। বর্তমানে মোট ৭ জন ডেঙ্গু আক্রান্ত রোগী আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। এদের মধ্যে তিনজন শিশু।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, ভর্তি রোগীদের মধ্যে রয়েছেন—আমতলী পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের শিশু জায়েদ (৫), দক্ষিণ আমতলীর আল-আমিন গাজী (৩৫), আয়লা পাতাকাটা গ্রামের বিধান (৬০), পৌরসভার বুশরা (১১), কালীবাড়ীর সারামনি (১৫), তালতলীর কচুপাত্রা গ্রামের খলিল প্যাদা (৪৫) এবং উত্তর তক্তাবুনিয়ার ফরিদা বেগম (৩০)। আক্রান্তদের মধ্যে তিনজন শিশু, তিনজন আমতলী পৌরসভার এবং বাকিরা পার্শ্ববর্তী এলাকা ও উপজেলার।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. চিন্ময় হাওলাদার জানান, ‘হাসপাতালে পর্যাপ্ত কীট ও স্যালাইন মজুদ রয়েছে। তারপরও আগাম প্রস্তুতির অংশ হিসেবে চাহিদা চেয়ে চিঠি দেয়া হয়েছে।’

আবাসিক মেডিকেল অফিসার ডা. রাশেদ মাহমুদ রোকনুজ্জামান বলেন, ‘হাসপাতালে ভর্তি রোগীদের যথাযথ চিকিৎসা দেওয়া হচ্ছে। এখন পর্যন্ত তারা সবাই স্থিতিশীল।’

রোগীদের পরিবার অভিযোগ করে বলেন, হাসপাতালে সামান্য ওষুধ ছাড়া অন্যসব ওষুধ ও চিকিৎসা উপকরণ বাইরে থেকে কিনতে হচ্ছে, এতে দুর্ভোগ বাড়ছে।

এদিকে ডেঙ্গুর সংক্রমণ হঠাৎ বেড়ে যাওয়ায় এলাকাবাসীর মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। এ নিয়ে আমতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রোকনুজ্জামান খান বলেন, ‘ডেঙ্গু প্রতিরোধে সবাইকে সচেতন হতে হবে। পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় না রাখলে এই রোগের বিস্তার রোধ করা কঠিন হবে।’

সংবাদটি শেয়ার করুন....

আমাদের ফেসবুক পাতা

আজকের আবহাওয়া

পুরাতন সংবাদ খুঁজুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০

এক্সক্লুসিভ আরও