বাউফলে ছাত্রদলের উদ্দোগে সেতু মেরামত

জুন ১৯ ২০২৫, ১৯:২৭

নিজস্ব প্রতিবেদক: পটুয়াখালীর বাউফলে দীর্ঘদিন সংস্কারের অভাবে চলাচলের অযোগ্য হয়ে পড়া একটি গুরুত্বপূর্ণ সংযোগ সেতু অবশেষে মেরামত করা হয়েছে। বৃহস্পতিবার (১৯জুন) সকাল ১০টায় মানবিক সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল বাউফল উপজেলা শাখার নেতা কর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহনে সেতুটি মেরামত করে স্থানীয়দের চলাচল উপযোগী করা হয়।

দীর্ঘদিন ধরে সেতুটি ভাঙ্গা থাকায় চরম দুর্ভোগে ছিলেন এলাকাবাসী। বিশেষ করে শিক্ষার্থীদের প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে পার হতে হতো, এমনকি হালকা যানবাহনও চলাচল করতে পারতো না। এসময় উপস্থিত ছিলেন,বাউফল উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্ধসঢ়;বায়ক মূনঈমুল ইসলাম মিরাজ,বাউফল সরকারি কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি আপেল মাহমুদ মুন্না, সাবেক যুগ্ম আহ্ধসঢ়;বায়ক নেয়ামুল ইসলাম, কনকদিয়া ইউনিয়ন ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি মোঃকাজী মাসুদ,সাধারণ সম্পাদক খলিল হোসেন,বাউফল উপজেলা ছাত্রদল নেতা সানজিদ খান,কনকদিয়া ইউনিয়ন সেচ্ছাসেবকদলের যুগ্ম আহ্ধসঢ়;বায়ক আলী আকবর,কনকদিয়া ইউনিয়ন জিয়া মঞ্চ এর যুগ্ম আহ্ধসঢ়;বায়ক সজীব বয়াতী, বিএনপি নেতা গাজী নুরুল ইসলাম সহ ইউনিয়ন ও কলেজ শাখা ছাত্রদলের নেতৃবৃন্দ।

ছাত্রদল নেতা মূনঈমুল ইসলাম মিরাজ জানান, “আমরা শুধুমাত্র রাজনীতি নয়, মানুষের কল্যাণে কাজ করতে বিশ্বাস করি। জনসাধারণের দুর্ভোগ লাঘবে আমাদের এই ক্ষুদ্র প্রয়াস।”সংস্কারের পর স্থানীয় এলাকাবাসী জানান, সেতুটি মেরামতের ফলে এখন শিক্ষার্থীরা নিরাপদে স্কুলে যেতে পারবে এবং যানবাহন চলাচল করতে পারবে। এলাকাবাসী ছাত্রদলের এমন মানবিক উদ্যোগকে সাধুবাদ জানিয়ে ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান।

সংবাদটি শেয়ার করুন....

আমাদের ফেসবুক পাতা

আজকের আবহাওয়া

পুরাতন সংবাদ খুঁজুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০

এক্সক্লুসিভ আরও