বরগুনায় মিথ্যা মামলা করায় বাদীর কারাদণ্ড

জুন ১৬ ২০২৫, ১৯:৪৪

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: বরগুনায় মিথ্যা তথ্য দিয়ে মামলা করায় বাদীকে কারাদণ্ড ও জরিমানা করেছেন আদালত। আজ সোমবার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো. ইফতি হাসান ইমরান এই আদেশ দেন। আদালতের পেশকার মো. কামাল হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। দুই দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১ হাজার টাকা জরিমানা করা সাহিদা বেগম তালতলী উপজেলার হুলাটানা গ্রামের বাসিন্দা।

আদালত সূত্রে জানা গেছে, সাহিদা তাঁর পুত্রবধূ খাদিজা বেগমকে হলফনামার মাধ্যমে কিছু জমি লিখে দেন। পরে সাহিদা ওই হলফনামা জাল বলে ৩ ডিসেম্বর আদালতে পুত্রবধূ খাদিজাসহ চারজনের বিরুদ্ধে মামলা করেন। আদালতের বিচারক মামলাটি আমলে নিয়ে বরগুনা গোয়েন্দা পুলিশকে তদন্ত করে প্রতিবেদন দেওয়ার নির্দেশ দেন।

এদিকে বাদী সাহিদা মামলা তুলে নিতে সোমবার আদালতে হাজির হয়ে আবেদন করেন। এ সময় আদালতকে জানানো হয়, মামলার বাদী সত্য হলফনামাকে মিথ্যা বলে মামলা করেছেন। পরে বিচারক বাদীর জবানবন্দি শুনে তাঁকে দুই দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং ১ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরও দুই দিন কারাদণ্ডের আদেশ দেন।

সংবাদটি শেয়ার করুন....

আমাদের ফেসবুক পাতা

আজকের আবহাওয়া

পুরাতন সংবাদ খুঁজুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০

এক্সক্লুসিভ আরও