কুয়াকাটায় লেইস প্রশিক্ষণরত নবীন শিক্ষকদের মিলনমেলা

জুন ১৫ ২০২৫, ১৬:৪৯

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্রসৈকতে লার্নিং এক্সিলারেশন ইন সেকেন্ডারি এডুকেশন (লেইস) প্রকল্পের আওতায় প্রশিক্ষণরত নবীন শিক্ষকদের অংশগ্রহণে মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে। খুলনা, রাজশাহী ও যশোর টিচার্স ট্রেনিং কলেজ থেকে আগত ১২০ জন প্রশিক্ষণার্থী ও প্রশিক্ষকের অংশগ্রহণে দুই দিনব্যাপী এ শিক্ষা সফরের আয়োজন করা হয়।

শনিবার (১৪ জুন) খুলনা টিচার্স ট্রেনিং কলেজ থেকে সফরের সূচনা হয়। সফরে খুলনা টিচার্স ট্রেনিং কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. তৌফিক আহমেদের নেতৃত্বে ৪০ জন প্রশিক্ষণার্থী ও চারজন প্রশিক্ষক অংশ নেন। এ সময় উপস্থিত ছিলেন অধ্যাপক মো. সুজাউদ্দৌলাহ, সহযোগী অধ্যাপক মো. আনিসুর রহমান, মো. হাফিজুর রহমান খান এবং সহকারী অধ্যাপক মো. মহিবুল্লাহ। এই মিলনমেলায় খুলনা, যশোর, সাতক্ষীরা, বাগেরহাট, পিরোজপুর ও নড়াইল জেলার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসার নবীন শিক্ষকেরা অংশ নেন।

শিক্ষক প্রশিক্ষণার্থী কমলেন্দু গুপ্ত বলেন, ‘খুলনা, রাজশাহী ও যশোর টিচার্স ট্রেনিং কলেজ থেকে তিনটি গ্রুপ এখানে এসেছি। শনিবার বিকেলে কুয়াকাটায় এসে গ্রুপ ছবি, সমুদ্রস্নান, দর্শনীয় স্থান ভ্রমণ, র‍্যাফেল ড্র, কেনাকাটা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে সময় কাটিয়েছি।’

অপর প্রশিক্ষণার্থী মোস্তফা যুবায়ের আলম বলেন, ‘সারা রাত সৈকতের বেঞ্চে নাচ, গান করে সময় কেটেছে। এত আনন্দ করেছি, একটুও ঘুমাইনি।’ সহযোগী অধ্যাপক ও কোর্স কো-অর্ডিনেটর মো. আনিসুর রহমান বলেন, ‘মাধ্যমিক স্তরের নবীন শিক্ষকদের পেশাগত দক্ষতা উন্নয়নে ৫৬ দিনের লেইস প্রশিক্ষণ কার্যক্রম অত্যন্ত গুরুত্বপূর্ণ। পর্যায়ক্রমে সব নবীন শিক্ষকই এ প্রশিক্ষণের আওতায় আসবেন।’

 

সংবাদটি শেয়ার করুন....

আমাদের ফেসবুক পাতা

আজকের আবহাওয়া

পুরাতন সংবাদ খুঁজুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০

এক্সক্লুসিভ আরও