মুখের লোম দূর করার উপায়

নভেম্বর ২৮ ২০২২, ০০:০৭

আজকে আমরা আমার বরিশালের স্বাস্থ্য বিভাগে আলোচনা করবো মুখের লোম দূর করার উপায় নিয়ে। তাহলে চলুন উপরোক্ত বিষয় নিয়ে আলোচনা করে বিস্তারিত জেনে নেওয়া যাক। অনেক মেয়ের মুখে লোম দেখা যায়।

এটি কেউ কেউ পছন্দ করেন না। এর কারণ হতে পারে অনেকগুলো। কারও অভিযোগ হতে পারে মেকআপ ঠিকভাবে বসে না, কারও হয়তো ব্লেন্ডিং করতে সমস্যা হয়, কারও মুখে আবার অতিরিক্ত ঘামের সমস্যা। যে কারণে মুখের লোম তারা দূর করতে চান।

মুখের লোম দূর করার জন্য বেশিরভাগ ক্ষেত্রেই বেছে নেওয়া হয় ওয়াক্সিং বা লেজার ট্রিটমেন্ট। এসবের ব্যবহারে সাময়িক মুক্তি মিললেও সমস্যা কিন্তু পুরোপুরি দূর হয় না। বরং অনেকক্ষেত্রে পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দিতে পারে। ত্বকে লেজার ট্রিটমেন্ট নিলে কিছুদিন পর ত্বকে দাগ পড়তে শুরু করে। ওয়াক্সিং করলে পুড়ে যায় লোমের গোড়া।



তাহলে চলুন জেনে নেওয়া যাক মুখের লোম দূর করার উপায় সম্পর্কে:

পেঁপে ও হলুদের ব্যবহার

পরিচিত একটি ফল পেঁপে। এতে থাকে পাপাইন নামক উপাদান যা লোম তুলতে কার্যকরী। আর ত্বকের যত্নে হলুদের উপকারিতা তো জানেনই। এটি ত্বকের উজ্জ্বলতা বাড়াতে দ্রুত কাজ করে। প্রথমে পাকা পেঁপের খোসা ছাড়িয়ে কয়েক টুকরো কেটে নিন। এবার সেগুলো হাত দিয়ে চটকে নিন। এরপর তার সঙ্গে মেশান আধা চা চামচ হলুদ। এটি মুখে মেখে অপেক্ষা করুন মিনিট দশেক। এরপর ভালোভাবে মুখ ধুয়ে ফেলুন। এভাবে সপ্তাহে দুইবার ব্যবহার করলে ভালো ফল পাবেন।

ডিম ও কর্ন স্টার্চের মিশ্রণ

এক চা চামচ কর্ন স্টার্চ ও একটি ডিমের সাদা অংশ মিশিয়ে নিন। এরপর মিশ্রণটি ভালোভাবে মুখে লাগিয়ে নিন। পুরোপুরি শুকিয়ে গেলে ধীরে ধীরে টেনে তুলুন। সামান্য ব্যথা বোধ হতে পারে। তবে এটি আপনার ত্বকের জন্য বেশ ভালো। ত্বকে জমে থাকা মৃত কোষ ও লোম তুলতে কাজ করবে এটি।

দুধ ও জেলোটিনের ব্যবহার

ত্বকের লোম দূর করতে দারুণ কাজ করে জেলোটিন। প্রথমে এক টেবিল চামচ জেলোটিন ও তিন টেবিল চামচ দুধ নিন। এরপর তার সঙ্গে মেশান আধা চা চামচ লেবুর রস। এরপর মিশ্রণটি গরম করে নিন। নামিয়ে ঠান্ডা হতে দিন। ঠান্ডা হলে একটু পুরু করে মুখে লাগিয়ে নিন। শুকিয়ে গেলে ধীরে ধীরে টেনে তুলুন। এতে মুখ পরিষ্কার হবে, ত্বকও সুন্দর থাকবে।

লেবুর রস, মধু ও ওটস

এক চা চামচ লেবুর রস, দুই চা চামচ মধু ও এক চা চামচ ওটস নিন। এবার সবগুলো উপাদান ভালোভাবে ব্লেন্ড করে নিন। মিশ্রণ তৈরি হলে সেটি পুরো মুখে ভালোভাবে লাগিয়ে নিন। এটি বেশ ভালো কাজ করে। সপ্তাহে অন্তত দুইদিন এভাবে ব্যবহার করলে দ্রুতই সমাধান মিলবে। মুখের লোম দূর হওয়ার পাশাপাশি ত্বকও থাকবে উজ্জ্বল।

ফলো করুন আমাদের ফেইজবুক পেইজে এখানে ক্লিক করে। 

আমার বরিশাল/ আরএইচ

সংবাদটি শেয়ার করুন....

আমাদের ফেসবুক পাতা

আজকের আবহাওয়া

পুরাতন সংবাদ খুঁজুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০

এক্সক্লুসিভ আরও