পটুয়াখালীতে বাড়ছে ডায়রিয়ার প্রকোপ

জুন ১২ ২০২৫, ২০:২৮

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: পটুয়াখালীতে আশঙ্কাজনক হারে বৃদ্ধি পেয়েছে ডায়রিয়ার সংক্রমণ। গত কয়েকদিন ধরে অতিমাত্রায় গরমের প্রভাবে এর মাত্রা বৃদ্ধি পেয়েছে। বর্তমানে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছেন ৩৪ জন ডায়রিয়া আক্রান্ত রোগী, যার মধ্যে অধিকাংশই শিশু। আবহাওয়া পরিবর্তন ও বিশুদ্ধ পানির অভাবকে মূল কারণ হিসেবে দেখছেন চিকিৎসকরা।

বৃহস্পতিবার (১২ জুন) পটুয়াখালী সদর হাসপাতালের সংশ্লিষ্ট চিকিৎসকরা জানিয়েছেন, গরম এবং আর্দ্র আবহাওয়ার প্রভাবে ডায়রিয়ার প্রকোপ বাড়ছে । বর্তমানে ৩৪ জন রোগী হাসপাতালে ভর্তি রয়েছেন, যাদের মধ্যে ১ থেকে ১০ বছর বয়সী প্রায় ২০ জন শিশু।

হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার জানান, গত কয়েকদিন ধরে ডায়রিয়া আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে। তিনি বলেন, “এই আবহাওয়ায় পানিবাহিত রোগ দ্রুত ছড়ায়। দূষিত পানি পান এবং অস্বাস্থ্যকর খাবার ডায়রিয়ার অন্যতম কারণ।” আক্রান্ত শিশুদের অনেকেই জ্বর, বমি এবং পানিশূন্যতায় ভুগছে। চিকিৎসকরা আক্রান্তদের পর্যাপ্ত তরল এবং স্যালাইন গ্রহণের পরামর্শ দিচ্ছেন। যেসব শিশুর পানিশূন্যতা গুরুতর, তাদের শিরায় স্যালাইন দিয়ে চিকিৎসা দেওয়া হচ্ছে।

হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, ডায়রিয়া পরিস্থিতি মোকাবিলায় পর্যাপ্ত বেড, ঔষধ এবং চিকিৎসাসেবা নিশ্চিত করা হয়েছে। রোগীদের জন্য সার্বক্ষণিক চিকিৎসাসেবাও চালু রয়েছে। এদিকে জনসাধারণকে বিশুদ্ধ পানি পান, স্বাস্থ্যকর খাবার গ্রহণ এবং ব্যক্তিগত পরিচ্ছন্নতা বজায় রাখার পরামর্শ দেওয়া হয়েছে। ডায়রিয়ার লক্ষণ দেখা দিলে দ্রুত নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রে যোগাযোগ করতে বলা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন....

আমাদের ফেসবুক পাতা

আজকের আবহাওয়া

পুরাতন সংবাদ খুঁজুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০

এক্সক্লুসিভ আরও