বিচারের পর আওয়ামী লীগ নিষিদ্ধের চূড়ান্ত সিদ্ধান্ত: ড. ইউনূস
জুন ১১ ২০২৫, ১৭:৩২
নিজস্ব প্রতিবেদক, বরিশাল: জুলাই হত্যাকাণ্ডের বিচার হওয়ার পর আওয়ামী লীগকে নিষিদ্ধের চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। বাংলাদেশ সময় বুধবার বিকেলে লন্ডনের চ্যাথাম হাউজের মতবিনিময় সভায় তিনি এ কথা বরেন।
প্রধান উপদেষ্টা বলেন, ‘আওয়ামী লীগের কার্যক্রম স্থগিত করা হয়েছে। জুলাই অভ্যুত্থানে হত্যাকাণ্ডের জন্য বিচারের পর দলটি নিষিদ্ধ হওয়া, না হওয়ার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। আগামী জাতীয় নির্বাচন হবে ১৭ বছর পর দেশে সবচাইতে সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন। সব রাজনৈতিক দলের মতামতের ভিত্তিতেই আমরা জুলাই সনদ চূড়ান্ত করতে চাই।’
অধ্যপক ইউনূস জানান, নির্বাচনই তাঁর সরকারের সবচেয়ে গুরুত্বপূর্ণ ও ঝুঁকিপূর্ণ ফোকাস। প্রতিবেশী দেশগুলোর সাথে বাংলাদেশ সবসময়ই ভালো সম্পর্ক রাখতে চায় জানিয়ে তিনি জানান, কিন্তু ভুয়া সংবাদ ও নানা অপপ্রচারের কারণে সাইবার স্পেসে অস্থিরতা সৃষ্টি হয়েছে, যা দুইদেশের (বাংলাদেশ-ভারত) সম্পর্কে নেতিবাচক প্রভাব ফেলছে। চার দিনের সরকারি সফরে গত সোমবার লন্ডন পৌঁছান অধ্যাপক ড. ইউনূস। অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নেওয়ার পর এটিই তার প্রথম ইউরোপ সফর। আগামী ১৪ জুন প্রধান উপদেষ্টার দেশে ফেরার কথা রয়েছে।








































