বরিশালে পথে পথে চলছে পশু কোরবানি
জুন ০৭ ২০২৫, ১১:২০
এদিকে সিটি করপোরেশন থেকে নির্ধারিত স্থানে পশু কোরবানি করার নির্দেশনা থাকলেও তা মানছেনা কেউ । সবাইকেই দেখা যায় অলিগলিতে কোরবানির পশু জবাই করতে। তবে অনেকেই পেশাদার কসাইয়ের অভাবে ঈদের দ্বিতীয় দিন কোরবানি করবেন বলে জানা গেছে।
হজরত ইবরাহিমের (আ.) দেখানো পথে ত্যাগের মহিমা ও উৎসর্গের আনন্দ নিয়ে বরিশালে এ ধর্মীয় উৎসব উদযাপিত হচ্ছে।








































