পটুয়াখালীতে সৌদির সঙ্গে মিল রেখে ঈদুল আজহা উদযাপন

জুন ০৬ ২০২৫, ১৩:৩২

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: পটুয়াখালীর কলাপাড়া উপজেলায় সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের সঙ্গে মিল রেখে ঈদুল আজহা উদযাপন করছেন প্রায় ৮ গ্রামের ধর্মপ্রাণ মুসল্লিরা। শুক্রবার (৬ জুন) সকালে উপজেলার উত্তর নিশানবাড়িয়া জাহাগিরিয়া শাহসূফি মমতাজিয়া দরবার শরীফ জামে মসজিদে ঈদের প্রথম জামাত অনুষ্ঠিত হয় সকাল সাড়ে সাতটায়।

এছাড়া কলাপাড়ার আরও সাতটি গ্রামে ঈদের জামাত অনুষ্ঠিত হয়। সকাল থেকে ধর্মপ্রাণ মুসল্লিরা নতুন জামা-কাপড় পরে মসজিদমুখী হন। ধর্মীয় ভাবগাম্ভীর্য বজায় রেখে পশু কোরবানিও দিয়েছেন তারা। উত্তর নিশানবাড়িয়ার দরবার শরীফে ঈদের জামাতে সর্বাধিক মুসল্লির উপস্থিতি দেখা গেছে। নামাজ শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে মোনাজাত করা হয়।

আগাম ঈদ উদযাপনকারীরা চট্টগ্রামের এলাহাবাদ সুফিয়া ও চানটুপির অনুসারী হিসেবে পরিচিত। প্রায় ১০০ বছর ধরে তারা এভাবে আগাম ঈদ উদযাপন করে আসছেন। স্থানীয়দের মতে, ধর্মীয় বিশ্বাস অনুযায়ী তারা সৌদির সময়সূচীকে অনুসরণ করে ঈদ উদযাপন করেন। এ নিয়ে এলাকায় শান্তিপূর্ণ পরিবেশে ঈদ উদযাপন সম্পন্ন হয়েছে।

সংবাদটি শেয়ার করুন....

আমাদের ফেসবুক পাতা

আজকের আবহাওয়া

পুরাতন সংবাদ খুঁজুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০

এক্সক্লুসিভ আরও