বাউফলে‍ মুদি দোকানের আড়ালে মাদক বিক্রি, যৌথ বাহিনীর হাতে ধরা

জুন ০৪ ২০২৫, ১৮:১১

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: পটুয়াখালীর বাউফলে মুদি দোকানের আড়ালে গাঁজা বিক্রির অভিযোগে সোহরাব ফকির (৪৫) নামের এক ব্যক্তিকে যৌথ বাহিনী গ্রেপ্তার করেছে। মঙ্গলবার (৩ জুন) রাতে উপজেলার কালিশুরি ইউনিয়নের সিংহেরাকাঠি গ্রামে সেনাবাহিনীর একটি দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে তার নিজ দোকান থেকে আটক করে।

আটক সোহরাব ওই গ্রামের মো. লেদু ফকিরের ছেলে। পুলিশ ও সেনা সদস্যরা যৌথভাবে তাকে জিজ্ঞাসাবাদ করার পর তার বসতঘরে অভিযান চালায়, সেখান থেকেই গাঁজা উদ্ধার করা হয়। পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেপ্তার হওয়া সোহরাব ফকির আগে থেকেই আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারিতে ছিলেন। এর আগেও একাধিকবার মাদক সংশ্লিষ্টতার অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়েছিল।

এলাকায় তার বিরুদ্ধে মাদক ব্যবসার অভিযোগ থাকলেও এবারই প্রথম সেনাবাহিনী এবং পুলিশের যৌথ অভিযানে হাতে-নাতে ধরা পড়েন তিনি। বাউফল থানার অফিসার ইনচার্জ (ওসি) আকতারুজ্জামান সরকার বলেন, সেনাবাহিনীর সহায়তায় অভিযান চালিয়ে সোহরাব ফকিরকে আটক করা হয়েছে। তার ঘর থেকে গাঁজা উদ্ধার করা হয়েছে। তদন্ত শেষে তাকে আদালতে পাঠানো হবে।

সংবাদটি শেয়ার করুন....

আমাদের ফেসবুক পাতা

আজকের আবহাওয়া

পুরাতন সংবাদ খুঁজুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০

এক্সক্লুসিভ আরও