স্থানীয় নির্বাচন নিয়ে জামায়াত-এনসিপি একমত, আপত্তি বিএনপির

স্থানীয় নির্বাচন নিয়ে জামায়াত-এনসিপি একমত, আপত্তি বিএনপির

জুন ০৩ ২০২৫, ২০:৩০

ডেস্ক প্রতিবেদক ‍॥ রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে মঙ্গলবার (৩রা জুন) সকাল ১১টার পরে সংস্কার প্রস্তাব নিয়ে জাতীয় ঐকমত্যে পৌঁছাতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে দ্বিতীয় দফায় বৈঠকে বসে জাতীয় ঐকমত্য কমিশন।

বৈঠকের শুরুতে দিনের আলোচ্য বিষয় সামনে আনেন কমিশনের সহসভাপতি। তিনি বলেন সংবিধানের ৭০ অনুচ্ছেদ, নিম্নকক্ষে নারীর আসন, তত্ত্বাবধায়ক সরকার, সংসদীয় স্থায়ী কমিটিই মূল আলোচ্য।

বৈঠক চলে টানা দুপুর পর্যন্ত। মধ্যাহ্ন বিরতিতে কথা বলেন, রাজনৈতিক দলের প্রতিনিধিরা। অর্থ বিল, আস্থা ভোট ও সংবিধান সংশোধন ছাড়া সংসদ সদস্যরা দলের বিরুদ্ধে ভোট দিতে পারবে, সংবিধানের ৭০ অনুচ্ছেদে আনা এমন সংশোধনে একমত থাকলেও জাতীয় নিরাপত্তার বিষয়টি যোগ করেছে বিএনপি।

স্থানীয় সরকার নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে না করার পক্ষে বিএনপি। ৭০ অনুচ্ছেদ নিয়ে বিএনপির সঙ্গে একমত হলেও স্থানীয় সরকার নির্বাচন নিয়ে দ্বিমত রয়েছে জামায়াত ও এনসিপির।

অন্যান্য দলের নেতাদের মধ্যে বৈঠকের আলোচ্য বিভিন্ন বিষয় নিয়ে মত দ্বিমত থাকলেও শেষ পর্যন্ত ঐকমত্যে পৌঁছানো যাবে বলে আশা প্রকাশ করে কমিশন।

সংবাদটি শেয়ার করুন....

আমাদের ফেসবুক পাতা

আজকের আবহাওয়া

পুরাতন সংবাদ খুঁজুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০

এক্সক্লুসিভ আরও