সিগারেটের দাম বাড়ছে
জুন ০২ ২০২৫, ১৬:৪৪
সোমবার (২ জুন) বিকেলে ২০২৫-২৬ অর্থবছরে বাজেট বক্তৃতায় এ তথ্য জানান অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ।
তিনি বলেন, বাণিজ্যিক আমদানিকারক কর্তৃক সিগারেট পেপার আমদানির ক্ষেত্রে সম্পূরক শুল্ক হার ১৫০ শতাংশ এর পরিবর্তে ৩০০ শতাংশ নির্ধারণ করা হয়েছে।
এর আগে দুপুরে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের সভায় ২০২৫-২৬ অর্থবছরের জন্য প্রস্তাবিত ৭ লাখ ৯০ হাজার কোটি টাকার বাজেট অনুমোদন দেওয়া হয়। এই বাজেট চলতি (২০২৪-২৫) অর্থবছরের বাজেটের তুলনায় ৭ হাজার কোটি টাকা কম। এবারই প্রথমবারের মতো বিগত অর্থবছরের তুলনায় নতুন বাজেটের আকার কমল।







































