সিগারেটের দাম বাড়ছে

জুন ০২ ২০২৫, ১৬:৪৪

ঢাকা: বাণিজ্যিক আমদানিকারক কর্তৃক সিগারেট পেপার আমদানির ক্ষেত্রে সম্পূরক শুল্ক দ্বিগুণ বাড়ানোর প্রস্তাব করা হয়েছে। বর্তমানে আরোপিত ১৫০ শতাংশ সম্পূরক শুল্ক পরিবর্তন করে ২০২৫-২৬ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে ৩০০ শতাংশ নির্ধারণ করা হয়েছে।

সোমবার (২ জুন) বিকেলে ২০২৫-২৬ অর্থবছরে বাজেট বক্তৃতায় এ তথ্য জানান অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ।

তিনি বলেন, বাণিজ্যিক আমদানিকারক কর্তৃক সিগারেট পেপার আমদানির ক্ষেত্রে সম্পূরক শুল্ক হার ১৫০ শতাংশ এর পরিবর্তে ৩০০ শতাংশ নির্ধারণ করা হয়েছে।

এর আগে দুপুরে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের সভায় ২০২৫-২৬ অর্থবছরের জন্য প্রস্তাবিত ৭ লাখ ৯০ হাজার কোটি টাকার বাজেট অনুমোদন দেওয়া হয়। এই বাজেট চলতি (২০২৪-২৫) অর্থবছরের বাজেটের তুলনায় ৭ হাজার কোটি টাকা কম। এবারই প্রথমবারের মতো বিগত অর্থবছরের তুলনায় নতুন বাজেটের আকার কমল।

সংবাদটি শেয়ার করুন....

আমাদের ফেসবুক পাতা

আজকের আবহাওয়া

পুরাতন সংবাদ খুঁজুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০

এক্সক্লুসিভ আরও