জামায়াতের সঙ্গে বৈঠকে নির্বাচন কমিশন

জুন ০২ ২০২৫, ১২:৫৯

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: বাংলাদেশে জামায়াতে ইসলামীর নিবন্ধন ও প্রতীকের বিষয়ে দলটির একটি প্রতিনিধিদলের সঙ্গে বৈঠকে বসেছে নির্বাচন কমিশন (ইসি)। সোমবার (০২ জুন) দুপুর সোয়া ১২টার দিকে নির্বাচন ভবনের সভাকক্ষে বৈঠকে বসে সংস্থাটি। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনসহ চার নির্বাচন কমিশনার ও নির্বাচন কমিশন সচিব বৈঠকে অংশ নিয়েছেন।

অন্যদিকে জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এ এইচ এম হামিদুর রহমান আযাদের নেতৃত্বে সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় মিডিয়া ও প্রচার বিভাগের প্রধান অ্যাড. এহসানুল মাহবুব জুবায়ের, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য এবং কেন্দ্রীয় মিডিয়া ও প্রচার বিভাগের সেক্রেটারি অ্যাড. মতিউর রহমান আকন্দ, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মোবারক হোসাইন, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অ্যাড. জসিম উদ্দিন সরকার এবং আইনজীবী অ্যাড. শিশির মনির অংশ নিয়েছেন।

এর আগে রোববার জামায়াতের নিবন্ধন ফিরিয়ে দেওয়া নিয়ে উচ্চ আদালতের রায়ের পর শিশির মনির সাংবাদিকদের বলেছিলেন, তারা রায়ের কপি নিয়ে নির্বাচন কমিশনের সঙ্গে সাক্ষাৎ করবেন। নির্বাচন কমিশন সচিব আখতার আহমেদ বলেছিলেন, আদালতের রায়ের কপি পেয়েছি। কমিশনে নথি উত্থাপন করা হবে। এরপর কমিশন সিদ্ধান্ত নেবে।

সংবাদটি শেয়ার করুন....

আমাদের ফেসবুক পাতা

আজকের আবহাওয়া

পুরাতন সংবাদ খুঁজুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০

এক্সক্লুসিভ আরও