বরগুনায় জোয়ারের পানিতে ক্ষতিগ্রস্ত সড়কে নৌবাহিনীর সাঁকো নির্মাণ
জুন ০২ ২০২৫, ১২:০৩
নিজস্ব প্রতিবেদক, বরিশাল: বরগুনার পাথরঘাটা উপজেলায় গভীর নিম্নচাপের প্রভাবে জোয়ারের পানিতে ভেঙে যাওয়া সড়কের পাশে অস্থায়ী সাঁকো (পোল) নির্মাণের উদ্যোগ নিয়েছে নৌবাহিনীর বরগুনা কন্টিনজেন্টের সদস্যরা। চলাচল বন্ধসহ যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়া দুই ইউনিয়নের বাসিন্দাদের ভোগান্তি কমাতে এ উদ্যোগ নেওয়া হয়েছে।
রোববার (১ জুন) স্থানীয় প্রশাসনের সহযোগিতায় পাথরঘাটা উপজেলার নাচনাপাড়া ও কাঠালতলী ইউনিয়নের ভেঙে যাওয়া একটি সংযোগ সড়কের পাশে এ সাঁকো নির্মাণের কাজ শুরু করেন তারা। এর আগে গত বৃহস্পতিবার (২৯ মে) বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে বরগুনার নদ-নদীতে স্বাভাবিক জোয়ারের থেকে বিপদসীমার ওপরে পানি প্রবাহিত হয়। এতে বরগুনার বিভিন্ন এলাকার রিং বেড়িবাঁধ ভেঙে পানি প্রবেশ করে নিম্নাঞ্চল প্লাবিত হয়।
এরমধ্যে পাথরঘাটা উপজেলার হলতা নদীর পানির চাপে নাচনাপাড়া ও কাঠালতলী ইউনিয়নের একটি সংযোগ সড়ক ভেঙে যায়। ফলে চলাচল বন্ধ হয়ে ভোগান্তিতে পড়েন ওই দুই ইউনিয়নের কয়েকটি গ্রামের বাসিন্দারা। পরে স্থানীয় বাসিন্দাদের ভোগান্তি কমিয়ে চলাচল স্বাভাবিক করতে ভেঙে যাওয়া ওই সড়কের পাশে একটি অস্থায়ী সাঁকো নির্মাণের উদ্যোগ নেয় বরগুনার দায়িত্বে থাকা নৌবাহিনীর সদস্যরা।
নৌবাহিনীর উদ্যোগে সাঁকো নির্মাণের বিষয়ে স্থানীয় এক ইউপি সদস্য জসিম উদ্দিন বলেন, নিম্নচাপের প্রভাবে বেড়িবাঁধ ভেঙে যাওয়ার কারণে গ্রামের মানুষের চলাচলে ভোগান্তির সৃষ্টি হয়েছিল। তবে নৌবাহিনীর উদ্যোগে দ্রুত সময়ের মধ্যে একটি সাঁকো নির্মাণ করা হচ্ছে। এতে স্থানীয় বাসিন্দাদের কিছুটা হলেও দুর্ভোগ কমবে।
এ বিষয়ে নৌবাহিনীর লে. সৈয়দ মাসরুর সালেকিন মারুফ বলেন, নিম্নচাপের প্রভাবে পাথারঘাটার ওই এলাকার বেড়িবাঁধসহ প্রায় ২০ মিটার রাস্তা ভেঙে গেছে। এতে অন্তত ৫টি গ্রামের বাসিন্দাদের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে দুর্ভোগের সৃষ্টি হয়েছে। আর এ জনদুর্ভোগ নিরসনের লক্ষ্যে স্থানীয় প্রশাসনের সহযোগিতায় বেড়িবাঁধ সংলগ্ন অস্থায়ী একটি সাঁকো নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে।








































