ইশরাককে শপথ না করানোর প্রতিবাদে বিক্ষোভ

মে ১৪ ২০২৫, ১৩:৩৫

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে মেয়র হিসাবে শপথ করার দাবিতে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) নগর ভবন ঘেরাও করছেন তার সমর্থকরা। বুধবার (১৪ মে) সকাল থেকে নগরভবনে এই মানববন্ধন শুরু করে তারা।

বিক্ষোভকারীদের মধ্যে একজন বলেন, হাজার হাজার মানুষ আজ এখানে এসেছে। এখানে দলমত নির্বিশেষে এসেছে সবাই। মূলত জনতার মেয়রকে পদে বসাতে, মেয়র হিসেবে দেখতে জনতায় রাস্তায় নেমেছে। শুধুমাত্র ইশরাককে মেয়র হিসাবে শপথ করার দাবিতে।

বিক্ষোভকারী আরেকজন বলেন, যতদিন ইশরাক হোসেনকে শপথ করানো না হবে, ততদিন তারা নগর ভবনের সামনে আন্দোলন চালিয়ে যাবেন এবং প্রয়োজনে আরও কঠোর কর্মসূচি দেবেন। ২৪ ঘণ্টার মধ্যে ইশরাককে দায়িত্ব বুঝিয়ে দেয়ার জন্য প্রশাসনের কাছে দাবি জানান মানববন্ধনকারীরা।

সংবাদটি শেয়ার করুন....

আমাদের ফেসবুক পাতা

আজকের আবহাওয়া

পুরাতন সংবাদ খুঁজুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  

এক্সক্লুসিভ আরও