বাউফলে জুলাই যোদ্ধা নিহত হৃদয়ের পরিবারের পাশে দাঁড়ালেন জেলা প্রশাসক
এপ্রিল ০৬ ২০২৫, ১৯:৪১
মোঃ জসীম উদ্দিন,বাউফল: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে বিজয় মিছিল করতে গিয়ে ৫ই আগস্ট যাত্রাবাড়ী থানার সামনে আহত হন পটুয়াখালীর বাউফল উপজেলার বাউফল সদর ইউনিয়নের ৮ নং ওয়ার্ড পশ্চিম অলিপুরা গ্রামের রিস্কাচালক মোঃ আনছার হাওলাদারের ছেলে আশিকুর রহমান হৃদয় (১৮) ও তার আপন ভাই রেজাউল (২৫)।
গত ৪ এপ্রিল বিকেল ৪টার দিকে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় মারা যান জুলাই যোদ্ধা আশিকুর রহমান হৃদয়। তারা দুই ভাই আহত হওয়ার পরে চিকিৎসার সহায়তার জন্য জুলাই ফাউন্ডেশনে দেখা করলে তাদেরকে কোন প্রকারে সাহায্য না করে ফিরিয়ে দিয়েছেন জুলাই ফাউন্ডেশন।
এরপর থেকে তারা চিকিৎসার জন্য আর কারো দারস্ত হয়নি। শনিবার (৬ এপ্রিল) বিকেল তিনটার দিকে পটুয়াখালী জেলা প্রশাসক আবু হাসানাত আরেফিন হৃদয়ের গ্রামের বাড়িতে গিয়ে তার কবর জিয়ারত করেন এবং তার আহত ভাই রেজাউলকে ঢাকা মেডিকেলে চিকিৎসার জন্য যাতায়াত খরচ প্রদান করেন এবং তার বাবাকে একটি ব্যাটারি চালিত অটোরিকশা ক্রয় করে দেন।
এ সময় উপস্থিত ছিলেন, বাউফল উপজেলা নির্বাহী অফিসার আমিনুল ইসলাম, উপজেলা সহকারী কর্মকর্তা (ভূমি) প্রদীপ কুমার কুন্ডু, বাউফল থানা অফিসার ইনচার্জ মোঃ কামাল হোসেন,বাউফল প্রেসক্লাবের সভাপতি মোঃ জলিলুর রহমান,সাধারন সম্পাদক মোঃ জসীম উদ্দিন, রিপোটার্স ইউনিটেন সভাপতি মোঃ সিদ্দিকুর রহমান ও সাধারন সম্পাদক মশিউর রহমান মিলন সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকরা ।
জেলা প্রশাসক আবু হাসানাত আরেফিন হৃদয়ের বাবা এর প্রতি দুঃখ প্রকাশ করে বলেন, জুলাই ফাউন্ডেশন আপনাদেরকে ফেরত দেওয়ার পরে উপজেলা প্রশাসন অথবা জেলা প্রশাসনের কাছে গেলে আপনার ছেলেকে হয়তোবা বিনা চিকিৎসায় মারা যেতে হতো না। আপনার অহত আরেক ছেলে রেজাউলকে আজকে না হয় আগামী দিন ঢাকায় পাঠিয়ে দিন। ঢাকা মেডিকেলে তার চিকিৎসার সমস্ত খরচ সরকার বহন করবে। এদিকে জেলা প্রশাসকের সহায়তা পেয়ে কান্নায় ভেঙে পড়েন নিহত হৃদয়ের বাবা ও ভাই।








































