বরগুনায় পর্নোগ্রাফি মামলায় বিএনপি নেতা গ্রেপ্তার

মার্চ ২৮ ২০২৫, ১৯:১৩

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: যৌথ বাহিনীর একটি অভিযানে বরগুনার পাথরঘাটা উপজেলার রায়হানপুর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আবুল কালাম ওরফে গদি কালামকে গ্রেপ্তার করা হয়েছে। স্থানীয় এক যুবককে উলঙ্গ করে ভিডিও ধারণ ও ছড়িয়ে দেওয়ার অভিযোগে দায়েরকৃত পর্নোগ্রাফি আইনের মামলায় তাকে গ্রেপ্তার করা হয়।

শুক্রবার (২৮ মার্চ) বিকেল সাড়ে ৪টার দিকে পাথরঘাটা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান বিষয়টি নিশ্চিত করেন। এর আগে বৃহস্পতিবার (২৭ মার্চ) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে তাকে গ্রেপ্তার করা হয়।খোঁজ নিয়ে জানা যায়, গ্রেপ্তার আবুল কালাম ও তার সহযোগীরা কয়েকজন মিলে গত ১৬ মার্চ রাত দশটার দিকে নাজমুল জমাদ্দার নামে স্থানীয় এক প্রবাসীকে ধরে একটি আবাসনে নিয়ে যায়।

পরে সেখানে থাকা এক নারীর পাশে নাজমুলকে জোরপূর্বক কাপড় খুলে ভিডিও ধারণ করা হয়। এরপর ওই ভিডিওর ফাঁদে ফেলে নাজমুলের কাছে মোটা অংকের টাকা চাঁদা দাবি করলে চাহিদা অনুযায়ী পুরোপুরি টাকা দিতে না পারায় ধারণকৃত ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছেড়ে দেওয়া হয়।

পরবর্তীতে ওই ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে ভুক্তভোগী নাজমুল জমাদ্দারের মা রানী বেগম পাথরঘাটা থানায় পর্নোগ্রাফি আইনে গ্রেপ্তার কালামকে প্রধান অভিযুক্ত করে একটি মামলা দায়ের করেন। পরে ওই মামলায় যৌথ বাহিনীর অভিযানে বিএনপি নেতা কালামকে গ্রেপ্তার হয়। এ বিষয়ে পাথরঘাটা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান বলেন, পর্নোগ্রাফি আইনে দায়েরেরকৃত মামলায় অভিযুক্ত আসামি কালামকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সংবাদটি শেয়ার করুন....

আমাদের ফেসবুক পাতা

আজকের আবহাওয়া

পুরাতন সংবাদ খুঁজুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০

এক্সক্লুসিভ আরও