ঝালকাঠিতে নৌকাডুবিতে নিখোঁজের ৩ দিন পর শিশুর মরদেহ উদ্ধার

মার্চ ২১ ২০২৫, ১২:৪২

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: ঝালকাঠির নলছিটির সুগন্ধা নদীতে লঞ্চের ধাক্কায় নৌকাডুবিতে নিখোঁজের তিনদিন পর শিশু রায়হান মল্লিকের (১০) ভাসমান মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস ও পুলিশ।

আজ শুক্রবার সকালে খয়রাবাদ নদীর দপদপিয়া লঞ্চঘাট এলাকায় স্থানীয়রা ওই শিশুর ভাসমান মরদেহ দেখতে পেয়ে জরুরি সেবা ৯৯৯-এ খবর দেন। পরে নলছিটি ফায়ার সার্ভিস স্টেশনের একটি ইউনিট ও নৌ পুলিশ নদী থেকে মরদেহ উদ্ধার করে। রায়হান মল্লিক গৌরিপাশা এলাকার মো. আলী মল্লিকের ছেলে।

নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সালাম জানান, গত ১৮ মার্চ ভোরে প্রতিবেশী‌ বিপ্লব হাওলাদারের সঙ্গে নদীতে মাছ ধরা দেখতে গৌরিপাশা গ্রামের তার বাড়ি সংলগ্ন সুগন্ধা নদীতে যায় শিশু রায়হান মল্লিক।

নদীতে জাল ফেলার পরে নৌকায় অপেক্ষা করতে থাকে সে। এ সময় বরগুনাগামী মিতালী-৫ লঞ্চ নৌকাটিকে ধাক্কা দেয়। এতে নৌকাটি নদীতে ডুবে যায়।

জেলে বিপ্লব সাঁতরে অন্য নৌকায় উঠতে পারলেও শিশু রায়হান নদীতে ডুবে নিখোঁজ হয়ে যায়। খবর পেয়ে বরিশাল ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে শিশুটিকে উদ্ধারে অভিযান পরিচালনা করলেও খুঁজে পাওয়া সম্ভব হয়নি।

ওসি আব্দুস সালাম আরও জানান, ঘটনার তিন দিন পর আজ শুক্রবার সকালে পার্শ্ববর্তী খয়রাবাদ নদীর দপদপিয়া লঞ্চঘাট এলাকায় শিশুটির মরদেহ ভেসে ওঠে। পরে পুলিশ তার মরদেহ উদ্ধার করে ঝালকাঠি সদর হাসপাতালে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়। এ ঘটনায় যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন....

আমাদের ফেসবুক পাতা

আজকের আবহাওয়া

পুরাতন সংবাদ খুঁজুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০

এক্সক্লুসিভ আরও