পটুয়াখালীতে নদীতে ডাকাতের কবলে তরমুজবাহী ট্রলার, আহত ৯

মার্চ ১৫ ২০২৫, ১২:৪৭

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: পটুয়াখালীর বাউফলে তরমুজবাহী ট্রলারে ডাকাতের আক্রমণের ঘটনা ঘটেছে। এতে ট্রলারে থাকা ৮ জনই আহত হয়েছেন।

এ সময় ডাকাতের ১ সদস্যকে আটকে রাখে ট্রলারে থাকা লোকজন। তরমুজবোঝাই ট্রলারটি বর্তমানে ধূলিয়া লঞ্চঘাটে রয়েছে। শুক্রবার (১৪ মার্চ) রাতে বাউফলের ধূলিয়া এলাকার তেঁতুলিয়া নদীতে এ ঘটনা ঘটে।

জানা গেছে, পটুয়াখালীর গলাচিপা উপজেলার চরকাজল ইউনিয়নের চরশিবা এলাকা থেকে তরমুজ বহন করা ট্রলার বিক্রির উদ্দেশ্যে চাঁদপুরে যাচ্ছিল। এ সময় ট্রলারে ৫ মালিকের ১০ হাজার পিস তরমুজ ছিল। মধ্যরাতে ডাকাতের ৭ সদস্যের সংঘবদ্ধ দল হামলা চালায়। এতে ট্রলারে থাকা ৮ জন আহত হয়েছেন।

আহত শহিদুল মাতবর, মেহেদী হাসান, সেলিম মাঝিকে বাউফল স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখান থেকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

বাকি আহতরা হলেন- ফিরোজ মাতবর, বারেক মাতবর, ফরহাদ হোসেন, ফয়সাল ও হাবু পেশকার। তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। আহত ডাকাতকে পটুয়াখালী মেডিকেল কলেজে পাঠানো হয়েছে। আহত ৮ জনের বাড়ি গলাচিপা উপজেলার চরশিবা গ্রামে ।

বাউফল থানার ওসি মো. কামাল হোসেন জানান, ভোররাতেই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ডাকাতের ১ সদস্য পুলিশের জিম্মায় চিকিৎসাধীন রয়েছেন। তরমুজবোঝাই ট্রলারটি আইনি প্রক্রিয়া শেষ করে দ্রুত ছাড়া হবে।

 

সংবাদটি শেয়ার করুন....

আমাদের ফেসবুক পাতা

আজকের আবহাওয়া

পুরাতন সংবাদ খুঁজুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০

এক্সক্লুসিভ আরও