পটুয়াখালী প্রতিনিধি: পটুয়াখালীর বাউফল উপজেলার নদী বেষ্টিত চন্দ্রদ্বীপ ইউনিয়নের এক চাষীর তরমুজভর্তি একটি ট্রলার ছিনতাই করা হয়েছে। পরে ওই ট্রলার থেকে এক হাজার তরমুজ লুট করে অন্য ট্রলারে নিয়ে যাওয়া হয়েছে। বিনষ্ট করা হয়েছে দেড় শতাধিক তরমুজ।
এমন অভিযোগ উপজেলার নাজিরপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক এনায়েত হোসেন খানের ছেলে মো. সাইফুল খানের বিরুদ্ধে।
বুধবার সরেজমিনে এ তথ্যের সত্যতা পেয়েছে পুলিশ। স্থানীয় চাষীদের সঙ্গে কথা বলে জানা গেছে, গতকাল মঙ্গলবার তরমুজ কেটে ট্রলারে উঠিয়ে বরিশাল নেওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন মো. মানিক মিয়া নামে এক চাষী। দুপুর একটার দিকে বিএনপি নেতা এনায়েত হোসেনের ছেলে সাইফুল দলবল নিয়ে চর নিমদী থেকে তরমুজভর্তি ওই ট্রলারটি ছিনিয়ে নেয়।
ওই সময় তারা ট্রলার চালক ও চাষী মানিক মিয়াকে মারধর করে এবং মানিক মিয়ার সঙ্গে থাকা পাঁচ হাজার টাকা লুট করে নিয়ে যান। পরে তাঁরা ট্রলারটি নিমদী লঞ্চঘাট এলাকায় নিয়ে এক হাজার পিচ তরমুজ অন্য ট্রলারে উঠিয়ে নিয়ে যান। দেড় শতাধিক তরমুজ বিনষ্ট করে। খবর পেয়ে আজ বুধবার সরেজমিনে যান বাউফল থানা পুলিশ। এ বিষয়ে সাইফুলের ফোনে একাধিকবার কল করলে তিনি ধরেননি।
বাউফল থানার উপপরিদর্শক (এসআই) মো. সাহাবুদ্দিন হাওলাদার বলেন,‘ঘটনার সত্যতা পাওয়া গেছে। ভুক্তভোগি চাষীর লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।’