ভালোবাসা দিবস ঘিরে জমজমাট ফুলের বাজার

ফেব্রুয়ারি ১৪ ২০২৫, ০০:১১

নিজস্ব প্রতিবেদক ॥ বসন্তের পাশাপাশি দরজায় কড়া নাড়ছে বিশ্ব ভালোবাসা দিবস। সেই সঙ্গে আসছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। সবমিলিয়ে নগরীতে কদর বেড়েছে গোলাপ, রজনীগন্ধা, গাঁধা অন্যান্য ফুলের। নগরীর খুচরা ফুলের বাজারগুলোতেও বেড়েছে ক্রেতাদের ভিড়। স্বাভাবিকভাবেই ফুলের বাজার এখন বেশ জমজমাট। স্থানভেদে দোকানপ্রতি ৫ লাখ থেকে ২০ লাখ টাকা বিক্রির আশা করছেন বিক্রেতারা।

নগরীর সদর রোডের একাধিক ফুল বিক্রেতারা জানান, সবার দৃষ্টি এখন বসন্ত এবং ১৪ ফেব্রুয়ারির দিকে। আশা করছি এবারও ভালো বিক্রি হবে। একই দিনে ফাগুন এবং ভালোবাসা দিবস হওয়ায় আশা করছি এবার কয়েক লাখ টাকার ফুল বিক্রি করতে পারব। বিভিন্ন রঙের গোলাপ ফুলের পাশাপাশি গাধা ফুলের চাহিদা বরাবরই বেশি। সেই সঙ্গে নানা বিদেশি ফুলেরও চাহিদা রয়েছে।

প্রাকৃতিক কারণে বছরের শুরুর দিকে অধিকাংশ ফুলের আবাদ হয়। তবে এখন চাষিরা সারা বছরই কমবেশি ফুল চাষ করে থাকেন। এর মধ্যে বছরের শুরুর দুই-তিন মাস ভরা মৌসুম। বাকি সময়ে ঢিমেতালে বিক্রির পর বিক্রেতাদের চাওয়া থাকে নতুন বছরের শুরু থেকেই যেন চাঙা থাকে ফুলের বাজার। এ বিষয়ে জেমি কর্নারের ইভান জানান, ‘এবার ফুলের উৎপাদন ভালো। তাই ক্রেতাদের চাহিদামতো ফুল সরবরাহ করতে পারব।’ নগরীতে ৫০টির অধিক ফুলের দোকান রয়েছে বলেও জানান তিনি। প্রতিবছর ফেব্রুয়ারির শুরুর দিকে নগরীর ফুলের বাজার বেশ জমজমাট থাকে। পরপর কয়েকটি দিবস কেন্দ্র করে এ সময় ফুলের চাহিদা থাকে তুঙ্গে। বিক্রি হয় কয়েক কোটি টাকার ফুল।

সংবাদটি শেয়ার করুন....

আমাদের ফেসবুক পাতা

আজকের আবহাওয়া

পুরাতন সংবাদ খুঁজুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০

এক্সক্লুসিভ আরও