নিজস্ব প্রতিবেদক: সড়ক দুর্ঘটনায় প্রতিরোধ ও নিরাপদ সড়ক বিনির্মানে ঝালকাঠিতে পেশাদার গাড়ি চালকদের সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
আজ ১২ ই ফেব্রুয়ারী (রোজ বুধবার সকাল ১০ টায় বিআরটিএ ঝালকাঠি সার্কেল অফিস কর্তৃক আয়োজিত দক্ষতাবৃদ্ধি মূলক কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিভাগীয় পরিচালক মোঃ জিয়াউর।
সহকারী পরিচালক এস.এম মাহফুজুর রহমান এর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সিভিল সার্জনের প্রতিনিধি, জেলা পুলিশের টিআই প্রশাসন, বিআরটিএ লাইসেন্স পরিদর্শকসহ অন্যান্যরা।
আগত শতাধিক চালকদের উদ্দেশ্য অতিথিরা বলেন, নিরাপদ সড়ক বিনির্মানে চালক,যাত্রী ও পথচারীদের সচেতন হতে হবে। তবে পেশাদার গাড়ি চালকদের ভূমিকা সবচেয়ে বেশি। আমরা চাই এদের সকল চালক দক্ষ ও প্রশিক্ষিত হবে এবং যান মালের নিরাপত্তা নিশ্চিত করে দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।