বরিশাল বিশ্ববিদ্যালয় ও বিএম কলেজের সংঘর্ষে ক্ষতিগ্রস্ত বাস মেরামতে টাকা দিল সরকার

ফেব্রুয়ারি ১১ ২০২৫, ১৪:১২

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) ও সরকারি ব্রজমোহন (বিএম) কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় ক্ষতিগ্রস্ত বাসগুলোর মেরামতের জন্য সরকার অর্থ বরাদ্দ দিয়েছে।

রোববার (৯ ফ্রেব্রুয়ারি) মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ এবং সরকারি সাধারণ বিশ্ববিদ্যালয় শাখার সিনিয়র সহকারী সচিব এ.এস. এম. কাসেম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ বরাদ্দ দেওয়া হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, বরিশাল বিশ্ববিদ্যালয় ও ব্রজমোহন কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘটিত ঘটনায় বরিশাল বিশ্ববিদ্যালয়ে বাস মেরামত বাবদ ১ লাখ ১৬ হাজার ৫৮৪ টাকা ও ব্রজমোহন কলেজের ভাঙচুর হওয়া বাস মেরামত বারদ ৫ লাখ ৭৯ হাজার ৩৮০ টাকা দাবির বিষয়ে পরবর্তী কার্যক্রম গ্রহণের জন্য প্রস্তাবসমূহ নির্দেশক্রমে অগ্রায়ন করা হলো।

দুটি শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষতিগ্রস্ত পরিবহন মেরামতে মোট ৬ লাখ ৯৫ হাজার ৯৬৪ টাকা পাবে। উল্লেখ্য, গত বছরের ৩ সেপ্টেম্বর দিবাগত রাতে বরিশাল বিশ্ববিদ্যালয় ও বিএম কলেজের শিক্ষার্থীদের মধ্যে তুচ্ছ ঘটনা নিয়ে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে দুই প্রতিষ্ঠানের ৫টি বাস ক্ষতিগ্রস্ত হয়।

সংবাদটি শেয়ার করুন....

আমাদের ফেসবুক পাতা

আজকের আবহাওয়া

পুরাতন সংবাদ খুঁজুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০

এক্সক্লুসিভ আরও