আর্জেন্টিনার পতাকা টানাতে গিয়ে বিদ্যুৎস্পর্শে দগ্ধ দুই শিশু

নভেম্বর ২৫ ২০২২, ১৯:৪৮

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: রাজধানীর কামরাঙ্গীরচরে আর্জেন্টিনার পতাকা টানাতে গিয়ে দুই শিশু বিদ্যুৎস্পর্শে দগ্ধ হয়েছে। তাদের শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

শুক্রবার (২৫ নভেম্বর) বেলা ১১টার দিকে কামরাঙ্গীরচর বড়গ্রাম মেইন রোডে গনি মিয়া মসজিদসংলগ্ন একটি দোতলা বাড়ির ছাদে এ ঘটনা ঘটে।

দগ্ধ দুই শিশু হলো, রেজওয়ান রহমান আবির (১২) এবং বায়েজিদ হোসেন মাহিন (১৩)। আবির ক্যামব্রিজ কিন্ডারগার্টেনের পঞ্চম শ্রেণিতে পড়ে। আর স্থানীয় একটি মাদরাসায় লেখাপড়া করে মাহিন।

দগ্ধ আবিরের মা ফাতেমা রহমান জানান, এটি তাদের নিজেদের বাড়ি। বলে ১১টার দিকে দুই বন্ধু আবির ও মাহিন বাড়ির ছাদে যায়। সেখানে একটি স্টিলের পাইপের সঙ্গে প্রিয় দল আর্জেন্টিনার পতাকা বাঁধে।

ওড়ানোর জন্য দুজনে ধরে সেটি উঁচু করতেই কাত হয়ে ভবনের পাশে বিদ্যুতের তারের ওপর পড়ে বিদ্যুৎস্পর্শ হয় তারা। এ সময় বিস্ফোরণের একটি শব্দ শুনে পরিবারের লোকজন রুম থেকে বাইরে বের হয়ে অনেক ধোয়া দেখতে পায়।

এতে সন্দেহ হওয়ায় দ্রুত ছাদে গিয়ে দেখে, তারা দুজনই অচেতন হয়ে পড়ে আছে। সঙ্গে সঙ্গে তাদের বার্ন ইনস্টিটিউটে নিয়ে যাওয়া হয়।বার্ন ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. এস এম আইউব হোসেন গণমাধ্যমকে জানান, আবিরের দুই পা ও ডান হাতসহ ৫ শতাংশ এবং মাহিনের ২ শতাংশের মতো দগ্ধ হয়েছে। তাদের দুজনকেই আপাতত ভর্তি রাখা হয়েছে।

আ/ মাহাদী

সংবাদটি শেয়ার করুন....

আমাদের ফেসবুক পাতা

আজকের আবহাওয়া

পুরাতন সংবাদ খুঁজুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০

এক্সক্লুসিভ আরও