বিপিএল টিকিট কাউন্টারে ভাঙচুর করে আগুন দিলো বিক্ষুব্ধ দর্শকরা

জানুয়ারি ০২ ২০২৫, ১৩:১২

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: বিপিএলের উদ্বোধনী দিনেই মিরপুরে স্টেডিয়ামের গেটে ভাঙচুর চালিয়েছিল বিক্ষুব্ধ দর্শকরা। এবার আবারও ভাঙচুরের ঘটনা ঘটল।

একদিন বিরতি দিয়ে আজ থেকে আবারও মিরপুরে ফিরছে বিপিএল। আজ বৃহস্পতিবারের দিনের খেলা শুরুর আগেই এমন ঘটনা ঘটল। জানা গেছে, সকাল থেকে টিকিটের জন্য দর্শকরা মিরপুরের সুইমিং কমপ্লেক্সে অপেক্ষা করছিলেন। কেননা সেখানেই বুথে টিকিটের ব্যবস্থা করেছিল বিসিবি। তবে সাড়ে এগারোটা নাগাদ বাঁশের বেড়া ধাক্কাতে থাকেন দর্শকরা।

পরে গেট ভেঙে ভেতরে প্রবেশ করে বুথে ভাঙচুর করেন দর্শকরা। এক পর্যায়ে সেখানে আগুন দেয় ক্ষুব্ধ দর্শকরা। পরবর্তীতে আগুন নিয়ন্ত্রণে নেন ফায়ার সার্ভিসের কর্মকর্তা। এরপর জায়গাটির নিয়ন্ত্রণে নেয় আইন শৃঙ্খলারক্ষাকারী বাহিনী।

সংবাদটি শেয়ার করুন....

আমাদের ফেসবুক পাতা

আজকের আবহাওয়া

পুরাতন সংবাদ খুঁজুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০

এক্সক্লুসিভ আরও