অধিগ্রহণকৃত কৃষি জমির টাকা পরিশোধ না করেই লিজ দেওয়ার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ

নভেম্বর ২৬ ২০২৪, ১৮:৩৯

কুয়াকাটা প্রতিনিধি।। কলাপাড়ায় পায়রা বন্দরের অধিগ্রহণকৃত লালুয়ার কৃষি জমির টাকা পরিশোধ না করে ওই কৃষি লিজ দেওয়ার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার দুপুরে পায়রা বন্দরের প্রধান ফটকের সামনে ঘন্টাব্যাপী এ প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। এসময় বক্তব্য দেন কৃষক মজিবর রহমান প্যাদা, জসিম উদ্দিন, মঞ্জুপাড়া গ্রামের কৃষক আব্দুস সোবাহান মৃধা, চাদুপাড়া গ্রামের মো শাহাবুদ্দিন হাওলাদার, দুলাল তালুকদার, কলাউপাড়া গ্রামের জসীমউদ্দিন হাওলাদারসহ স্থানীয়রা বাসিন্দারা। এ ঘটনার প্রতিকার চেয়ে কৃষক শাহবুদ্দিন হাওলাদার উচ্চ আদালতে একটি রিট করেছেন।
বক্তারা বলেন, পায়রা বন্দরের অধিগ্রহণকৃত জমির মূল্য এখনও অধিকাংশ ক্ষতিগ্রস্ত কৃষকরা বুঝে পায়নি। অধিগ্রহনকৃত এসব জমি চাষাবাদ করেই চলছে তাদের সংসার। তার উপর এসব জমি ক্ষতিগ্রস্তদের কাছে ইজারা না দিয়ে বাইরের লোকজনের কাছে ইজারা দিয়েছে বন্দর কর্তৃপক্ষ।
এটি মেসন নেওয়ার কোন সুযোগ নেই। তারা ওই জমি লিজ দেওয়া বন্ধের দাবি করেন। তাই তাদের দাবি মেনে না নিলে আরো কঠোর কর্মসূচি গ্রহণের হুশিয়ারি দেন। বর্তমানে এ ঘটনায় লালুয়ার কৃষকরা ফুসে উঠেছেন। তারা বৃহত্তর আন্দোলনের ডাক দিয়েছেন।
সংবাদটি শেয়ার করুন....

আমাদের ফেসবুক পাতা

আজকের আবহাওয়া

পুরাতন সংবাদ খুঁজুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০

এক্সক্লুসিভ আরও