বরগুনায় স্কুলছাত্রীকে কুপিয়ে জখম: সাতজনের নামে মামলা, কারাগারে এক
নভেম্বর ২০ ২০২৪, ১৯:৫৩
নিজস্ব প্রতিবেদক, বরিশাল: বরগুনার বেতাগী উপজেলায় প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় স্কুলছাত্রীকে কুপিয়ে আহত করার ঘটনায় নারী ও শিশু নির্যাতন আইনে সাতজনের নামে মামলা হয়েছে। এ মামলার প্রধান অভিযুক্ত হাসান শিকদারকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে।
বুধবার (২০ নভেম্বর) বিকেলে বরগুনা আদালতের মাধ্যমে আসামিকে জেলা কারাগারে পাঠানো হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন বেতাগী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. একরামুল হক।
মামলার অভিযুক্তরা হলেন-হাসান শিকদার (২২), সানি মল্লিক (২১), ইমরান খান (২১), নাইম (২২), রাকিব (২৫), সাকিল (২১), শাওন (২৩)। এদের বাড়ি উপজেলার বিবিচিনি ইউনিয়নে।
এর আগে মঙ্গলবার (১৯ নভেম্বর) দুপুরে বরগুনার বেতাগী উপজেলার বিবিচিনি ইউনিয়নের পুটিয়াখালী মাধ্যমিক বিদ্যালয়ে ঢুকে অষ্টম শ্রেণির এক ছাত্রীকে কুপিয়ে জখম করে কয়েক বখাটে।
পরে আহত শিক্ষার্থীকে বেতাগী হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। বর্তমানে বরিশালে চিকিৎসাধীন অবস্থায় আছে সে।
ওইদিন রাতেই আহত শিক্ষার্থীর বাবা বাদি হয়ে নারী ও শিশু নির্যাতন আইনে বেতাগী থানায় সাতজনের নাম উল্লেখ করে একটি মামলা দায়ের করেন। মামলায় প্রধান অভিযুক্তের নাম হাসান শিকদার (২২)। তিনি বেতাগী উপজেলার বিবিচিনি ইউনিয়নের পুটিয়াখালী গ্রামের হক মিয়া শিকদারের ছেলে।