নলছিটিতে উপজেলা প্রশাসনের উচ্ছেদ অভিযান
নভেম্বর ১৬ ২০২৪, ১৬:২১
নিজস্ব প্রতিবেদক, বরিশাল: ঝালকাঠির নলছিটিতে সড়কের পাশে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।
শনিবার (১৬ নভেম্বর) দুপুরে মল্লিকপুর থেকে সূর্যপাশার রাস্তার প্রশস্ততা বাড়াতে এই উচ্ছেদ অভিযান চালানো হয়।
এ সময় রাস্তার পাশে জায়গা দখল করে অবৈধভাবে গড়ে ওঠা স্থাপনা দেয়াল ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়। নলছিটি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নজরুল ইসলাম এ অভিযানের নেতৃত্ব দেন।
এ সময় পৌরসভার ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী আবুল হোসেন এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ইউএনও নজরুল ইসলাম জানান, রাস্তা সংস্কারের জন্য এই উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে।








































