গৌরনদীতে হাত বাড়ালেই মিলছে মাদক!

নভেম্বর ১৩ ২০২৪, ১৯:৫০

ডেস্ক প্রতিবেদক: বরিশালের গৌরনদীতে মাদক বেচাকেনা ব্যাপক হারে বৃদ্ধি পেয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। পৌর শহর থেকে শুরু করে উপজেলার প্রত্যন্ত অঞ্চলেও এখন হাত বাড়ালেই মিলছে ইয়াবা, ফেনসিডিল ও গাঁজা। ফলে এ উপজেলায় মাদকের ভয়াবহতা দিনদিন বৃদ্ধি পাচ্ছে।

মাদক বৃদ্ধির কারনে স্কুল-কলেজের শিক্ষার্থীদের মাদকের দিকে ঝুকে পড়ার আশংকা তৈরি হয়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বিভিন্ন উপায়ে গৌরনদীতে অনায়াসেই মাদকের বড় বড় চালান পৌঁছে যাচ্ছে।

বিশেষ করে বেনাপোল ও খুলনা থেকে যশোর হয়ে গোপালগঞ্জ ভায়া কোটালীপাড়ার মধ্যদিয়ে আগৈলঝাড়া উপজেলার পয়সারহাট মহাসড়ক, ঢাকা-বরিশাল মহাসড়ক, গৌরনদীর সীমান্তবর্তী ডাসার, কালকিনি ও মুলাদী এলাকা থেকেও মাদক বিক্রেতারা কৌশলে মাদক পাচার করে আসছে বলে আভাস পাওয়া গেছে। ক্ষমতার পালাবদলে বেশ কিছু মাদক ব্যবসায়ী আত্মগোপনে থেকে তাদের কার্যক্রম চালালেও কিছু এলাকায় প্রকাশ্যেই মাদক বিক্রি হচ্ছে বলে অভিযোগ স্থানীয়দের।

সরকারি একটি সংস্থার তথ্যমতে, গৌরনদী পৌর শহর থেকে শুরু করে উপজেলা সদর ও ইউনিয়ন এলাকার কমপক্ষে ১৫টি স্পটে মাদক বিক্রি হয়ে আসছে। সড়কে আইনশৃঙ্খলা বাহিনী তৎপর থাকলেও কৌশলে নিরাপদ রুট ব্যবহার করে মাদক পাচার হয়ে আসছে। স্থানীয় সচেতন নাগরিকদের অভিযোগ, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অফিস গৌরনদী সার্কেলের মাদক বিরোধী দৃশ্যমান কোন অভিযান পরিলক্ষিত হচ্ছেনা।

এছাড়াও দীর্ঘদিন ধরে মাদকের বিরুদ্ধে বড় কোন অভিযান নেই থানা পুলিশেরও। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ গৌরনদী সার্কেলের সদস্যরা দু’একজন গাঁজা সেবনকারী ও খুচরা বিক্রেতাদের ধরতে পারলেও রহস্যজনক কারনে মাদকের মূল হোতারা রয়েছে ধরাছোঁয়ার বাইরে। গৌরনদী পৌর নাগরিক কমিটির সভাপতি ও সিনিয়র সাংবাদিক জহুরুল ইসলাম জহির বলেন, মাদক সমাজের একটি ক্যান্সারে পরিণত হয়েছে।

তরুন সমাজকে রক্ষায় এ ক্যান্সার আমাদের সমাজ থেকে নির্মূল করতে হবে। আমরা ইতিমধ্যে উপজেলা আইনশৃংখলা বাহিনীর সভায় বিষয়টি উপস্থাপন করে মাদকের বিরুদ্ধে অভিযান জোরদার করার জন্য পরামর্শ দিয়েছি। মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষনা করে আইনশৃংখলা বাহিনীর পদক্ষেপ গ্রহন করা উচিৎ।

থানা পুলিশের একটি সূত্রের দাবী, আইনী দুর্বলতার কারণেই মাদক ব্যবসায়ী কিংবা সেবনকারীদের আটক করে বেশিদিন রাখা সম্ভব হচ্ছে না। পুলিশ মাদক বিক্রেতাদের ধরে আদালতে প্রেরণ করলেও কিছুদিন পর জামিনে বেরিয়ে আবার মাদক বিক্রীতে জড়িয়ে পরে তারা। ফলে কোনভাবেই মাদক বেচাকেনা বন্ধ করা যাচ্ছে না।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর গৌরনদী সার্কেলের এসআই হৃদয় হাওলাদার বলেন, মাদকের বিরুদ্ধে আমাদের অবস্থান জিরো টলারেন্সে। মাদকের মূল হোতাদের বিরুদ্ধে অভিযান জোরদার করা হবে।

গৌরনদী মডেল থানার ওসি মো. ইউনুস মিয়া বলেন, অতি শীগ্রই মাদক ব্যবসায়ীদের তালিকা ধরে ধরে অভিযান পরিচালনা করে গ্রেপ্তার করা হবে।

সংবাদটি শেয়ার করুন....

আমাদের ফেসবুক পাতা

আজকের আবহাওয়া

পুরাতন সংবাদ খুঁজুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০

এক্সক্লুসিভ আরও