শ্লীলতাহানির অভিযোগে অফিস সহকারীকে পদত্যাগ করতে বাধ্য করল শিক্ষার্থীরা

নভেম্বর ০৭ ২০২৪, ১৮:২৮

ঝালকাঠি প্রতিনিধি।। ঝালকাঠির সদর উপজেলার  মানপাশা শেরেবাংলা মাধ্যমিক বিদ্যালয়ের  সাবেক ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে অফিস সহকারী কাম হিসাব সহকারী আরিফ মাহমুদকে পদত্যাগ করতে বাধ্য করল এলাকাবাসী ও শিক্ষার্থীরা।
বৃহস্পতিবার (৭ নভেম্বর) দুপুরে বিদ্যালয়ে  অবরুদ্ধ করেন। এ সময় শিক্ষার্থীদের তোপের মুখে পদত্যাগ করতে বাধ্য হন তিনি।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু বকর সিকদার বলেন,গত ৯ সেপ্টেম্বর বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীকে শ্লীলতাহানির অভিযোগে ওইদিনই রাতে পারিবারিক মীমাংসার মাধ্যমে তাদের বিবাহ  হয়।
শুনছি পরের দিন তাদের বিবাহের বিচ্ছেদ ঘটে। এ বিষয় নিয়ে কয়েক দফায় ঝালকাঠি সদর উপজেলার নির্বাহী কর্মকর্তার সাথে বৈঠক হয়। কিন্তু  আরিফ ওই শিক্ষার্থীর সাথে সংসার করতে অস্বীকৃতি জানান।
আমি সকাল থেকে ঝালকাঠি সদর উপজেলা পরিষদে আছি। শুনছি বিদ্যালয়ের বর্তমান শিক্ষার্থী ও এলাকাবাসীর তোপের মুখে  স্বেচ্ছায় পদত্যাগ করতে বাধ্য করেছেন।
এ বিষয়ে আরিফ মাহমুদ বলেন, আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দিয়ে এমনটা করা হয়েছে। আমি ওই মেয়ের সাথে সংসার না করার কারণে এমনটা করছে।মূলত আমার সাথে যারা নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণ করেছিলো তারা চাকরি থেকে বাদ দেওয়ার জন্য এমনটা করছে।
সংবাদটি শেয়ার করুন....

আমাদের ফেসবুক পাতা

আজকের আবহাওয়া

পুরাতন সংবাদ খুঁজুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০

এক্সক্লুসিভ আরও