কুয়াকাটায় অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযানে বাঁধা, পুলিশ জনতা মুখোমুখি

নভেম্বর ০৬ ২০২৪, ১৬:৩৩

কুয়াকাটা প্রতিনিধি।। পটুয়াখলীর কুয়াকাটা সমুদ্র সৈকত লাগোয়া সড়কের দুই পাশের অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযানে বাঁধা দিয়েছেন স্থানীয়রা। বুধবার (৬ নভেম্বর) দুপুর ১২টার দিকে সৈকতের টুরিজম পার্ক সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

এসময় অবৈধ দখলদার’রা প্রশাসনের উপর চড়াও হন, উচ্ছেদ অভিযানে ব্যবহৃত বুলডোজার গ্লাস ভেঙে ড্রাইভার কে মারধর করেন বলে অভিযোগ উঠেছে। পরে পুলিশ ও স্থানীয় নেতৃবৃন্দ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

জানা যায়, পটুয়াখালী জেলা প্রশাসনের নির্দেশে কলাপাড়া উপজেলা প্রশাসন এ অভিযান পরিচালনা করেন। এর আগে আইনি নোটিশ ও মাইকিং করে অবৈধ স্থাপনার সরিয়ে নিয়ে অন্য জায়গায় স্থানান্তরের জন্য বারবার অনুরোধ করা হলে অনেকে সরিয়ে নেয়নি। গতকাল সৈকতের সৌন্দর্য ও শৃঙ্খলা ফেরাতে প্রায় ৪’শতাধিক অবৈধ স্থাপনা গুড়িয়ে দেয় প্রশাসন।

সৈকতের জিরো পয়েন্টের পশ্চিম ও পুর্বপাশে এলোমেলো ভাবে ক্ষুদ্র ব্যবসায়ীরা চৌকি, বস্তা পলিথিন দিয়ে খাবার হোটেল, ঝিনুক, পানের দোকান এবং অস্থায়ী ব্যবসা করছিল।

সৌন্দর্য বাড়ানোসহ পর্যটকরা যাতে সৈকত এলাকায় নির্বিঘ্নে চলাচল করতে পারেন এজন্য এমন উদ্যোগ নেয়া হয়েছে বলে জানানো হয় প্রশাসনের পক্ষ থেকে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো:রবিউল ইসলাম বলেন, কুয়াকাটা ট্যুরিজম পার্ক সংলগ্ন দ্বিতীয় দিনের অবৈধ দখলদারদের উচ্ছেদ অভিযান চলাকালে স্থানীয়রা সরকারি কাজে বাধা দেয়।

লাঠি দিয়ে বুলডোজার পিটিয়ে গ্লাস ভেঙে ফেলে ড্রাইভার কে মারধরের চেষ্টা করলে সে পুলিশের নিরাপত্তায় চলে আসে। এ বিষয়ে মামলা প্রক্রিয়াধীন রয়েছে এবং পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

সংবাদটি শেয়ার করুন....

আমাদের ফেসবুক পাতা

আজকের আবহাওয়া

পুরাতন সংবাদ খুঁজুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০

এক্সক্লুসিভ আরও