এবারও ফলাফলে শীর্ষে ঝালকাঠি এন এস কামিল মাদরাসা
অক্টোবর ১৫ ২০২৪, ১৮:০১
নিজস্ব প্রতিবেদক, বরিশাল: ঐতিহ্যবাহী ঝালকাঠি এনএস কামিল (নেছারাবাদ) মাদরাসায় বিগত বছরের সাফল্যের ধারাবাহিকতায় এবারও বজায় রয়েছে। আলিম পরীক্ষার ফলাফলে মাদরাসা শিক্ষা বোর্ডে শীর্ষস্থানে রয়েছে ঝালকাঠি এনএস কামিল মাদরাসা।
এ মাদরাসায় পাসের হার ৯৯.২৩। এবছর মাদরাসা থেকে আলিম পরীক্ষায় অংশ নিয়েছেন ২৫৯ জন। ২৫৭ জন উত্তীর্ণদের মধ্যে জিপিএ-৫ পেয়েছেন ১০২ জন।
জিপিএ ৪ পেয়েছে ১৪৫ জন এবং বাকি সবাই বিভিন্ন গ্রেডে উত্তীর্ণ হয়েছেন। পরীক্ষার ফলাফলে সন্তুষ্ট প্রকাশ করে আল্লাহর শুকরিয়া জ্ঞাপন করেন মাদরাসার অধ্যক্ষ মাওলানা গাজী মুহাম্মদ শহিদুল ইসলাম।
মাদরাসার অধ্যক্ষ বলেন, মতানৈক্যসহ ঐক্য নীতির প্রবর্তক যুগশ্রেষ্ঠ দার্শনিক হযরত কায়েদ সাহেব হুজুর (রহ.) ১৯৫৬ সালে মাদরাসাটি প্রতিষ্ঠা করেন।
সময়ের ব্যবধানে প্রায় সাড়ে ছয় হাজার ছাত্রের পদচারণায় মুখরিত এ মাদরাসাটি (অনার্স-মাস্টার্সসহ দাখিল, আলিম, ফাজিল ও কামিল নয় হাদিস, তাফছির, ফিকহ ও আদব) ফলাফলে শীর্ষ স্থান অর্জনকারী দেশের শিক্ষা প্রতিষ্ঠানে পরিগণিত হয়েছে।
প্রতিষ্ঠানের এ সাফল্যের কারণ বর্ণনা করতে গিয়ে তিনি আরও বলেন, মুসলিম ঐক্যের প্রতীক আমীরুল মুছলিহীন হযরত মাওলানা মুহাম্মদ খলিলুর রহমান নেছারাবাদী হুজুরের বলিষ্ঠ পৃষ্ঠপোষকতা ও দলীয় রাজনীতিমুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান হওয়ায় পড়ালেখায় কোনো সমস্যা হয় না।
পরীক্ষায় ভালো ফলাফলের জন্য সেমিস্টার পদ্ধতিতে পরীক্ষা নেওয়া, ক্লাস টেস্ট, দুর্বল ছাত্রদের জন্য আলাদা ক্লাস, শিক্ষা সহায়ক কার্যক্রমের সফল বাস্তবায়ন, আবাসিক ছাত্রদের ঘণ্টাওয়ারি তদারকি, টিউটর শিক্ষকের ব্যবস্থা থাকা, সময়োপযোগী ও নিয়মিত অভিভাবক সম্মেলনের ব্যবস্থা করা হয়।








































