দায়িত্ব নিলেন বিএমপির নতুন কমিশনার

সেপ্টেম্বর ২৯ ২০২৪, ২০:০৮

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: বরিশাল মেট্রোপলিটন পুলিশ (বিএমপি) কমিশনার হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন উপ-পুলিশ মহাপরিদর্শক মো. শফিকুল ইসলাম। রোববার (২৯ সেপ্টেম্বর) বিকেলে বরিশাল মেট্রোপলিটন পুলিশের মিডিয়া সেল থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

এর আগে দুপুরে তিনি বরিশালে পৌঁছে নিজ কার্যালয়ে যান সেখানে হাউজ গার্ড সালামি প্রদান করা হয়। পরে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা নবাগত পুলিশ কমিশনারকে ফুলেল শুভেচ্ছা জানায়।

পরে দায়িত্বভার গ্রহণ করে পুলিশ কমিশনার ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে কুশলাদি বিনিময় করেন এবং আইনশৃঙ্খলা পরিস্থিতিসহ সামগ্রিক বিষয়ে মতবিনিময় করে বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক-নির্দেশনা প্রদান করেন।

মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. শফিকুল ইসলাম বরিশাল যোগদানের আগে ঢাকার অপরাধ তদন্ত বিভাগের উপ-পুলিশ মহাপরিদর্শক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

সংবাদটি শেয়ার করুন....

আমাদের ফেসবুক পাতা

আজকের আবহাওয়া

পুরাতন সংবাদ খুঁজুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০

এক্সক্লুসিভ আরও