কলাপাড়ায় মানবতার বিবেক সংগঠন’র কমিটি গঠন
নভেম্বর ২৩ ২০২২, ১৪:২৪
মো. ওমর ফারুক, কলাপাড়া: পটুয়াখালীর কলাপাড়ায় মানবতার বিবেক সংগঠনের কমিটি গঠন করা হয়েছে। মঙ্গলবার (২২ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার বালিয়াতলী ইউনিয়নের জিরো পয়েন্টে সংগঠনের অস্থায়ী কার্যালয়ে বসে এ কমিটি ঘোষণা করা হয়।
মো. হাফিজুর রহমান রাসেলকে সভাপতি, মো. অলি উল্লাহ মৃধা (মাষ্টার)কে সাধারন সম্পাদক ও গাজী জামালকে সাংগঠনিক সম্পাদক করে ৩৫ সদস্য বিশিষ্ট্য একটি পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে।
এছাড়া উপদেষ্টা পরিষদ প্যানেলে ৬ জন ও দাতা সদস্য হিসেবে ৫ জন সদস্যের নাম ঘোষণা করা হয়েছে। সকল সদস্যের উপস্থিতি ও সম্মত্তিক্রমে এ কমিটি ঘোষনা করা হয়। মানবতার বিবেক সংগঠন একটি সমাজ সেবামূলক সংগঠন। ইতোপূর্বে কলাপাড়া উপজেলার বিভিন্ন অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়িয়ে এ সংগঠনটি ব্যাপক সুনাম অর্জন করেছে।
আগামীতেও সমাজের নিপীড়িত ও অসহায় মানুষের পাশে থেকে কাজ করে যাওয়ার অভিব্যক্তি জানান নব-গঠিত এ কমিটির সভাপতি ও সাধারন সম্পাদকসহ সংগঠনের সকল সদস্যবৃন্দ।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন, সিনিয়র সহ-সভাপতি আ: মালেক, সহ-সভাপতি মুফতি নুরুল ইসলাম, যুগ্ন সাধারন সম্পাদক মো. সৌরভ বিশ্বাস, সহ-সাংগঠনিক সম্পাদক মো. নজরুল ইসলাম মাতুব্বর, প্রচার সম্পাদক ওবায়দুল ইসলাম বাদল, সহ-প্রচার সম্পাদক জুরান মাহমুদ, অর্থ সম্পাদক মো. সোহাগ মৃধা, সহ-অর্থ সম্পাদক মো. মুছা মোল্লা, দপ্তর সম্পাদক মো. জুয়েল হোসাইন, সহ-দপ্তর সম্পাদক মো. মশিউর রহমান, শিক্ষা বিষয়ক সম্পাদক মো. মিজানুর রহমান (মাষ্টার), যোগাযোগ সম্পাদক সাংবাদিক মো. ওমর ফারুক, সহ-যোগাযোগ সম্পাদক মো. মিরাজ হাওলাদার, ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা আবুল বাশার, ক্রীড়া সম্পাদক মো. বিল্লাল হোসেন, সাংস্কৃতিক সম্পাদক মো. মামুন মুন্সী, মহিলা বিষয়ক সম্পাদক নাজমুন নাহার রেখা, এনামুল হাসান জুয়েল, সহ- সমাজ সেবা সম্পাদক বনি আমিন, আইন বিষয়ক সম্পাদক এ.এস.আই আবু তালেব, সহ-আইন বিষয়ক সম্পাদক মো. ফেরদাউস (সৈনিক), তথ্য বিষয়ক সম্পাদক ড. তসলিম মাহমুদ পলাশ, চিকিৎসা বিষয়ক সম্পাদক মো. রাহাত খান, সদস্য সচিব এ্যাড. বি.এইচ সুমন তালূকদার, সদস্য মো. মিন্টু মিয়া, মো. রুহুল আমিন, মো. আদনান আমান, গাজী মানিক, এ আর সিয়াম, জুয়েল মাতুব্বর, মো. বেল্লাল হোসেন ও মো. বশির উদ্দিন প্রমুখ।
নব-গঠিত এ কমিটির উপদেষ্টা পরিষদে রয়েছেন ধুলাসার আলহাজ্ব জালাল উদ্দিন ডিগ্রী কলেজের প্রভাষক মো. ইউসুফ আলী, আমতলী ড. মো. শহিদুল ইসলাম কলেজের প্রতিষ্ঠাতা ড. মো. শহিদুল ইসলাম (সোহেল), কলাপাড়া রিপোর্টার্স ক্লাব’র সাবেক সভাপতি সাংবাদিক এস. কে রঞ্জন, ধুলাসার মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ইব্রাহীম, দক্ষিণ কোরিয়া প্রবাসী আ: রহমান রুবেল ও কলাপাড়ার ব্যবসায়ী সৈয়দ মো. রাসেল।
এছাড়াও দাতা সদস্য হিসেবে ব্যাংকার মো. আলমগীর হোসেন, ব্যবসায়ী মো. আবুল বাশার, সিঙ্গাপুর প্রবাসী মো. তানিম তালুকদার, ঠিকাদার ব্যবসায়ী মো. সোহেল মৃধা ও ব্যবসায়ী মো. এস.এম পারভেজ রয়েছেন।








































