আর্জেন্টিনার পরাজয়ে ব্রাজিলের দুই সমর্থককে কুপিয়ে জখম
নভেম্বর ২৩ ২০২২, ১৩:০৭
নিজস্ব প্রতিবেদক, বরিশাল: সাভার পৌরসভা এলাকায় ফিফা বিশ্বকাপের ফুটবল খেলায় আর্জেন্টিনা দলের হারকে কেন্দ্র করে ব্রাজিলের দুই সমর্থককে কুপিয়ে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে।
আহত দুজন আজকের ম্যাচে আর্জেন্টিনার বিপক্ষ দল বিজয়ী সৌদি আরবের সাপোর্ট করছিলেন বলে জানা যায়।
মঙ্গলবার (২২ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে পৌরসভার বক্তারপুর মোড়ে এ ঘটনা ঘটে। আহতরা হলেন- আল আমিন (১৮) ও মেহেদী (১৬)।
স্থানীয়রা জানান, বক্তারপুর এলাকায় সবাই মিলে খেলা দেখতেছিল। এ সময় কথা কাটাকাটির এক পর্যায়ে ২০-২২ জন যুবক মেহেদী ও আল আল আমিনকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। যারা কুপিয়েছে তারা সবাই আহতদেরই বন্ধু। পরে তাদের উদ্ধার করে আহত অবস্থায় সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পাঠানো হয়।
জানা যায়, আহত দুজন ব্রাজিলের সমর্থক। আজকের ম্যাচে আর্জেন্টিনার বিপক্ষ দল বিজয়ী সৌদি আরবের সাপোর্ট করছিলেন।
স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ফারবিন জসিম বলেন, দুই কিশোরের দেহে বিভিন্ন জায়গায় ধারালো অস্ত্রে আঘাতের দাগ রয়েছে।
এর মধ্যে আল আমিনের শরীরের প্রায় ৮-৯ জায়গায় গভীর আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য দুজনকেই ঢাকার শহিদ সোহরাওয়ার্দী হাসপাতালে পাঠানো হয়েছে।
এ বিষয়ে সাভার মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) দীপক চন্দ্র সাহা বলেন, অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
আ/ মাহাদী








































