ছাত্রদলের বহিষ্কৃত নেতার বিরুদ্ধে কেন্দ্রীয় ছাত্রদলের মামলা

সেপ্টেম্বর ০৫ ২০২৪, ১৭:০৩

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: চাঁদাবাজিসহ দলের সুনাম ক্ষুণ্ণ করার সুনির্দিষ্ট অভিযোগে রাজধানীর কলাবাগান থানা ছাত্রদলের বহিষ্কৃত এক নেতার বিরুদ্ধে মামলা দায়ের করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদ।

বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) রাজধানীর কলাবাগান থানায় এ মামলা করা হয় বলে গণমাধ্যমে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছেন ছাত্রদলের দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২ সেপ্টেম্বর পান্থপথ সিগনালের পাশে চাঁদপুর স্টোর নামের ব্যবসা প্রতিষ্ঠানে কলাবাগান থানা ছাত্রদলের সদ্য বহিষ্কৃত আহ্বায়ক ওবায়দুল ইসলাম সৈকত ১৫/২০ জনকে সঙ্গে নিয়ে ওই ব্যবসা প্রতিষ্ঠানে হামলা করে নগদ ৬০ হাজার টাকা লুট করেন এবং প্রতিষ্ঠানের মালিকসহ কয়েকজনকে মারধর করেন।

এতে আরও বলা হয়, ওই অপরাধ কর্মকাণ্ডে জড়িত থাকার সুস্পষ্ট প্রমাণের ভিত্তিতে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল তাকে তৎক্ষণাৎ বহিষ্কার করে এবং ছাত্রদলের সাংগঠনিক অভিভাবক তারেক রহমানের নির্দেশে সংগঠনের কেন্দ্রীয় সংসদের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শ্যামল মালুম নিজে বাদী হয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের অফিসিয়াল প্যাডে কলাবাগান থানার অফিসার ইনচার্জ বরাবর এজাহার দায়ের করে মামলা করেছেন।

সংবাদটি শেয়ার করুন....

আমাদের ফেসবুক পাতা

আজকের আবহাওয়া

পুরাতন সংবাদ খুঁজুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০

এক্সক্লুসিভ আরও